× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ হাজারে দ্রুততম বাবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৪ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৫ পিএম

১০ হাজারে দ্রুততম বাবর

এলেন, খেললেন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই জয় করলেন। পাকিস্তান সুপার লিগে গতকাল ৭২ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। পথ পাড়ির শুরুতে গড়েছেন দুর্দান্ত এক রেকর্ড।

স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের মালিক এখন পাকিস্তানের সাবেক অধিনায়ক। যাতে গুঁড়িয়ে গেছে ক্যারিবিয়ান তারকা গেইলের রেকর্ড। কুড়ি ওভারের ফরম্যাটে ২৭১ ইনিংসে ১০ হাজার রান করেছেন ২৯ বর্ষী ব্যাটার। গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। বিশ্বের ১৩তম ও পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই কীর্তি গড়েছেন। দেশটির হয়ে প্রথম রেকর্ডটি শোয়েব মালিকের।

বুধবার ৯ হাজার ৯৯৪ রান নিয়ে পেশোয়ার জালমির জার্সিতে খেলতে নামেন বাবর। রেকর্ড স্পর্শ করতে অপেক্ষা ছিল ৬ রানের। মির হামজাকে কাভার ড্রাইভে চার মারার পরের বলে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন। রেকর্ডবুকে লিখে ফেলেন নিজের নামটি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ডানহাতি এ ব্যাটারের সেঞ্চুরি ১০টি এবং অর্ধশতকের সংখ্যা ৮৩টি।

ফরম্যাটটিতে অবশ্য সর্বোচ্চ রানের মালিক গেইল। ইউনিভার্সাল বস ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করেছেন। তারপরই শোয়েব মালিক। এরপর কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মানরো, জেমস ভিন্স, ডেভিড মিলার ও বাবর আজম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা