× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে : যুব ও ক্রীড়া মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৯ পিএম

সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই।। প্রবা ফটো

সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই।। প্রবা ফটো

কারাতে অত্যন্ত জনপ্রিয় একটি বৈশ্বিক খেলা। বাংলাদেশেও দিন দিন খেলাটি জনপ্রিয় হয়ে উঠছে। সরকার কারাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই সৌজন্য সাক্ষাৎকালে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে কারাতে খেলার উন্নয়নসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনায় এমন মন্তব্য করেন তিনি।

চলতি বছরের ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। ইতোমধ্যে কমনওয়েলথভুক্ত ৩২টি দেশ নিবন্ধন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।   

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রী কমনওয়েলথ ফেডারেশনের সভাপতিকে জানান, বাংলাদেশ অত্যন্ত সফলভাবে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও ঢাকা অত্যন্ত সফলভাবেই আয়োজন করবে।

ঢাকায় সর্বশেষ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা হয়েছিল ২০১০ এসএ গেমসে। প্রায় ১৪ বছর পর আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কারাতের আরেকটি আন্তর্জাতিক আসর। গত বছরের অক্টোবরে হাঙ্গেরির বুদাপেস্টে হয়েছিল কমনওয়েলথ কারাতে ফেডারেশনের কংগ্রেস। সেই কংগ্রেস সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে হবে পরবর্তী কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, ওয়েলস, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর কারাতেকা অংশ নেবে এই প্রতিযোগিতায়। জাতীয় দল ও ক্লাব দল- যেকোনো দেশ থেকে দুটি বিভাগে অংশ নিতে পারবে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে। ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র এই চারটি বিভাগে খেলবে জাতীয় দলে। 

এই বিভাগগুলো ছাড়াও ক্লাব পর্যায়ে বাড়তি দুটি বিভাগ অনূর্ধ্ব-১৪ ও ভ্যাটার্ন ক্যাটাগরিতে খেলতে পারবেন বিভিন্ন দেশের কারাতেকারা। সর্বশেষ এসএ গেমসে কারাতে থেকে এসেছিল তিনটি সোনার পদক। এবার কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপেও পদকের আশা করছে বাংলাদেশ। 

এ আসর আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়ে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট, ফুটবল, কারাতেসহ সকল খেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে।’

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রীকে ‘লিডার অব ক্রিকেট’ হিসেবে আখ্যায়িত করেন সানি পিল্লাই, ‘বিসিবি সভাপতি হিসেবে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী ক্রিকেটকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক শক্তিশালী অবস্থানে উন্নীত করতে সমর্থ হয়েছেন।’

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা