× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাউদ্দিন কেন বাংলাদেশের কোচ না, অবাক মঈন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৪ পিএম

সালাউদ্দিনকে বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন মনে করেন ইংলিশ ক্রিকেটার— সংগৃহীত ছবি

সালাউদ্দিনকে বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন মনে করেন ইংলিশ ক্রিকেটার— সংগৃহীত ছবি

মোহাম্মদ সালাউদ্দিনকে কাছ থেকে দেখেছেন মঈন আলী। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তার অধীনে এ নিয়ে তিন বছর খেলছেন ইংলিশ অলরাউন্ডার। গতবার বিপিএলের চ্যাম্পিয়নও হয়েছেন। এবার মঈন প্রশংসায় ভাসালেন বাংলাদেশের অন্যতম সেরা কোচকে।

কুমিল্লার কোচকে বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন মেনে মঈন বলেছেন, ‘আমার খেলা দলের দিক থেকে সে (সালাউদ্দিন) বিশ্বের অন্যতম সেরা কোচ। তরুণদের জন্য তিনি খুব ভালো। অবশ্যই বাংলাদেশের সেরা— এটা আমার ব্যক্তিগত মতামত। আমি একটু অবাক হয়েছি সে বাংলাদেশের প্রধান কোচ না। সে কখনও ছিল কি না, নিশ্চিত না। ওটা ভিন্ন কারণ। কিন্তু সে অন্যতম সেরা কোচ, শীর্ষ পাঁচজনের একজন।’

ফ্র্যাঞ্চাইজি আসরে বরাবরের মতো এবারও বেশ নামিদামি তারকাকে দলে টেনেছে কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নরা ইতোমধ্যে আসরের প্লে অফও নিশ্চিত করে বসেছে। ফ্র্যাঞ্চাইজিটির সুনাম রয়েছে একই ক্রিকেটারদের ধরে রাখার। এমন একটি দলের হয়ে টানা খেলে যেতে কেমন অনুভুতি হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা মঈনের?

ইংলিশ ক্রিকেটার দিয়েছে একটু কৌশলি উত্তর, ‘খুব খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে ভালোবাসি, তারা খুব ভালো দেখাশোনা করে আমার। খুব ভালো একটা দল। তিন বছর ধরে এখানে আছি, আমি খুব উপভোগ করছি সময়গুলো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা