× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব সাঁতারে রাফির সেরা টাইমিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০০ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৯ পিএম

বিশ্ব সাঁতারে রাফির সেরা টাইমিং

কাতারের দোহায় চলছে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ৫০ মিটার ফ্রি স্টাইলে সামিউল ইসলাম রাফি ২৫.৪৭ সেকেন্ড টাইমিং করেছেন। এক নম্বর হিটে তিন নম্বর হয়েছেন তিনি। এই ইভেন্টে ১২৬ জনের মধ্যে ৮৪তম হয়েছেন রাফি। 

দুই দিন আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮.৯৫ সেকেন্ড টাইমিংয়ে দুই নম্বর হিটে ৬ নম্বর হয়েছিলেন রাফি। ওই ইভেন্টে ৫৪ প্রতিযোগীর মধ্যে ৪৭তম হয়েছিলেন বাংলাদেশের এই সাঁতারু। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি সাঁতারুরা পদকের লড়াইয়ে থাকেন না। তাদের লক্ষ্য থাকে নিজেদের সেরা টাইমিং অতিক্রম করার। দোহায় দুই ইভেন্টেই নিজের সেরা টাইমিং করেছেন রাফি। এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনটি রেকর্ডসহ স্বর্ণ জিতেছিলেন তিনি। উদীয়মান এই সাঁতারুকে থাইল্যান্ডে উন্নতমানের প্রশিক্ষণে রেখেছে ফেডারেশন। তাতে সুফলও মিলেছে। রাফি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে নিজের সেরা টাইমিং করায় তার প্যারিস অলিম্পিকে খেলার সম্ভাবনা আরও বাড়ল। 

সোনিয়া খাতুন ১০০ মিটার বাটারফ্লাইয়ে ১ মিনিট ৪৭.৮৬ সেকেন্ড টাইমিং করেন। ৪৫ জনের মধ্যে সোনিয়া ৪৩তম হন।  শনিবার ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশগ্রহণ করবেন সোনিয়া। এরপর তিনি দেশে ফিরে আসবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা