× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯২ বছরের আক্ষেপ ঘোচাল নিউজিল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৬ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৮ পিএম

৯২ বছরের আক্ষেপ ঘোচাল নিউজিল্যান্ড

হ্যামিল্টনের সেডন পার্ক। এ মাঠে ২০০-এর ওপরে রান তাড়া করে চতুর্থ ইনিংসে টেস্টে জয়ের কীর্তি ছিল মাত্র একবারই।  সেটা ২০০০ সালে। ২৪ বছর পর আজ পুরোনো সেই রেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড। একই সঙ্গে ৯২ বছরের আক্ষেপও ঘোচাল।

১৯৩২ সালে প্রথম নিউজিল্যান্ড সফর করে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে গত ৯২ বছরে কিউইদের কাছে কোনো সিরিজ হারেনি তারা। তবে কেন উইলিয়ামসনের ক্যারিয়ারের ৩২তম শতকে দক্ষিণ আফ্রিকাকে উপহার দিলেন ‘একটি প্রথম’-এর স্বাদ। ৭ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানেই জিতেছে স্বাগতিকরা।

২৬৭ রানের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ডেভন কনওয়ের উইকেট হারিয়ে ৪০ রান তুলেছিল নিউজিল্যান্ড দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে ৬৪ রান করে। রাচিন বিদায়ের পর কিউইদের প্রয়োজন ছিল ১৫০ রান। এরপর উইল ইয়াংকে নিয়ে ছুটতে থাকেন উইলিয়ামসন। তুলে নেন শতক। একই সঙ্গে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন।  ইয়াং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬০ রানে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ২৪২ ও ২৩৫

নিউজিল্যান্ড : ২১১ ও ৯৪.২ ওভারে ২৬৯/৩ (ল্যাথাম ৩০, কনওয়ে ১৭, উইলিয়ামসন ১৩৩*, ইয়াং ৬০; প্যাটারসন ০/৫৮, মোরেকি ০/৪৪, পিট ৩/৯৩, ফন বার্গ ০/৬০, ডি সোয়ার্ট ০/৭)

ফল : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী ও সিরিজ ২-০-তে জয়ী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা