× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ-বাড়ি-খেতাব পেলেন আইভরি কোস্টের চ্যাম্পিয়ন ফুটবলাররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৯ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০০ পিএম

আফ্রিকা কাপ অব নেশন্স চ্যাম্পিয়ন আইভরি কোস্ট

আফ্রিকা কাপ অব নেশন্স চ্যাম্পিয়ন আইভরি কোস্ট

যারা কি না পৌঁছে গিয়েছিল খাদের কিনারায়। টানা হারে বিদায় ছিল খুবই সন্নিকটে। সেই আইভরি কোস্টই এবার চ্যাম্পিয়ন। আফ্রিকা কাপ নেশনসের (আফকন) শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছে দীর্ঘ ৯ বছর পর। নিজেদের রাজধানী আবিদজানের ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে মহাদেশীয় টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জিতে যারপরনাই খুশি আফ্রিকার দেশবাসী। খুশি দেশটির সরকারও। তাই তো আইভরি কোস্টের ফুটবলাররা সংবর্ধনার সঙ্গে পেলেন পুরস্কারও।

চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ফুটবলার প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৫ কোটি সিএফএ ফ্রাঁ। বাংলাদেশের মুদ্রায় এই প্রাইজমানির পরিমাণ প্রায় ৯১ লাখ টাকা। সঙ্গে সব ফুটবলারকে সমমূল্যের বাড়ি উপহার দিয়েছে দেশটির সরকার।

আর্থিক পুরস্কার পেয়েছেন আইভরি কোস্টের আপদকালীন কোচ এমেরসে ফায়েও। গ্রুপ পর্বে ফাইনালিস্ট নাইজেরিয়া ও ইকুয়েটোরিয়াল গিনির কাছে টানা হারের পর চাকরি হারিয়েছিলেন তাদের মূল কোচ জঁ-লুই গাসে। টুর্নামেন্টের মাঝেই তার উত্তরসূরি হন ফায়ে। নকআউট পর্বে পা রাখার পর আর সমস্যা হয়নি। ক্যানসারজয়ী সেবাস্তিয়ান হলারের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালের বৈতরণী পেরিয়ে শিরোপা জিতেছে আইভরি কোস্ট।

মঙ্গলবার সংবর্ধনা পেয়েছে আফ্রিকান চ্যাম্পিয়নরা। ফুটবলাররা আইভরি কোস্টের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ন্যাশনাল অর্ডার খেতাবেও ভূষিত হয়েছেন। অনুষ্ঠানে জাতীয় দলের ফুটবলারদের ভূয়সী প্রশংসা করে দেশটির প্রেসিডেন্ট আলাসেন উয়াত্তারা, ‘আপনারা সব আইভরিয়ানকে খুশি করেছেন। শাবাশ, শাবাশ।’

ফাইনালে উঠে শিরোপা জিততে পারেনি নাইজেরিয়া। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে দেশের ফিরে বীরোচিত সংবর্ধনাই পেয়েছেন নাইজেরিয়ান খেলোয়াড়রা। দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনিবু ফুটবলারদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করেছেন একই দিনে। সঙ্গে খেলোয়াড়দের দেন একটি করে ফ্ল্যাট ও প্লট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা