প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫২ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেই সাকিব আল হাসান। ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম।
চলতি বিপিএলে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেয়েছেন মাহমুদউল্লাহ। লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্যও ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেখানেও নেই সাকিব। এই অলরাউন্ডারের জায়গায় দলে ফিরেছেন তাইজুল ইসলাম।
সব মিলিয়ে এবারের বিপিএলে ৮ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। তার ব্যাট ছুঁয়ে এসেছে ১৮৪ রান। তাতে রয়েছে দুটি ফিফটিও। ব্যাটিং গড় ৩০.৬৬। আর ব্যাট চালিয়েছেন ১৪৪.৮৮ স্ট্রাইক রেটে। দারুণ এ পারফরম্যান্সে মাহমুদউল্লাহ নজর কাড়ছেন ক্রিকেট অনুরাগীদের। তাতে বাদ পড়ছেন না নির্বাচকরা, বোর্ড কর্তা ও ক্রিকেট বিশ্লেষকরাও।
আগামী মাসে (৪, ৬ ও ৯ মার্চে) সিলেটে হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে মাহমুদউল্লাহকে দেখতে শুরু করেছেন অনেকে। শুধু তাই নয়, ক্রিকেট পণ্ডিতদের মতে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পাওয়ার দাবি জানিয়ে রাখছেন এ স্টার ক্রিকেটার।
টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব এবং আলিস আল ইসলাম।
ওয়ানডে দল (প্রথম দুই ওয়ানডে)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান।