× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাহনী-মোহামেডান ফুটবল দ্বৈরথ আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৫ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩১ এএম

আবাহনী-মোহামেডান ফুটবল দ্বৈরথ আজ

আবাহনী-মোহামেডানের ময়দানি লড়াই অনেকটাই এখন অতীতের খাতায় বন্দি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচে সেই উত্তাপ ও উন্মাদনা আর নেই। কারণ আগের সেই ধার নেই মোহামেডানের। নেই আবাহনীতেও। তবে চলতি মৌসুমে আশার বাণী শোনাচ্ছে মোহামেডান। ঘরোয়া ফুটবলের বড় নাম বসুন্ধরা কিংসের সঙ্গে লিগ শিরোপা লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে সাদা-কালো জার্সিধারীরা। অতিসম্প্রতি কিংস অ্যারেনায় গিয়ে তাদের হারিয়েও দিয়েছেন আলফাজ আহমেদের শিষ্যরা। এদিকে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে আবাহনী। তবে দুই দলই ফেডারেশন কাপের শিরাপা জিততে মরিয়া। এরই মধ্যে পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে দল দুটি। এ প্রতিযোগিতায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আবাহনী ও মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। ‍শুরু হবে বিকাল ৩টায়। একই দিনে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। এ ম্যাচের ভেন্যু মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

ফেডারেশন কাপের দুটি ম্যাচই এক অর্থে নিয়মরক্ষার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে পরের রাউন্ডে পা রেখেছে আবাহনী ও মোহামেডান। শেষ ম্যাচের ফলাফলে তাই কোনো প্রভাব পড়ছে না। তবে গোল গড়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা আবাহনী। ১৬ জানুয়ারি এ প্রতিযোগিতার প্রথম ম্যাচে ৬-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে আবাহনী। পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীও পাত্তা পায়নি ঢাকার ঐতিহ্যবাহী দলটির সামনে। ৩০ জানুয়ারির সে খেলায় ৩-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে ওঠে ঢাকা আবাহনী।

অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলে জিতে ফেডারেশন কাপের মিশন শুরু করে আলফাজ আহমেদের মোহামেডান। পরের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষেও দলটি জয় তুলে নেয় একই ব্যবধানে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ বিবেচনায় আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থাকছে আবাহনী। শুরুটা আশানুরূপ না হলেও ঘুরে দাঁড়িয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে তারা। হেরেছে কেবল কিংসের বিপক্ষে। বিপরীতে সবশেষ পাঁচ ম্যাচে কোনো ম্যাচে হারেনি মতিঝিলপাড়ার দল মোহামেডান। তিনটিতে জিতে দুটিতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা।

অনেকের চোখেই আজকের ম্যাচটি দুই দলের জন্য গা গরমের। লিগের খেলায় মাঠে নামার আগে এ ম্যাচে শক্তি অপচয় করতে চাইবে না দুই দল, এমনটাই মনে করছেন কেউ কেউ। তার পরও লড়াইটা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর, তখন উত্তাপ, রোমাঞ্চ আশা করাই যায়। বড় ম্যাচ জিতে পরের রাউন্ডে আত্মবিশ্বাসী হয়েই যেতে চাইবে দল দুটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা