প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৬ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৮ পিএম
ভারতের প্রতিনিধিত্ব কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ; সব সময়ই মহেন্দ্র সিং ধোনিকে সাত নম্বর জার্সি
পরে মাঠে নামতে দেখা যায়। তিন বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে নেই, তবুও আইপিএলে
সাত নম্বরের সঙ্গে প্রেমের সম্পর্ক ধরে রেখেছেন।
সম্প্রতি
একটি ইভেন্টে আইকনিক জার্সি নম্বর নিয়ে একটি তথ্য প্রকাশ করেছেন ধোনি। কীভাবে তিনি
এই নম্বর বেছে নিয়েছিলেন, সে কথাও জানিয়েছেন। ধোনি বলেন, ‘এটাই সেই সময় বা দিন
যখন আমার বাবা-মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি পৃথিবীতে আসব।’ ধোনির এই লাইন শুনে হাসির
রোল ওঠে।
ধোনি
আরও বলেন, ‘আমার জন্ম ৭ই জুলাই এবং জুলাই হলো বছরের সপ্তম মাস। জন্মের বছর ছিল ১৯৮১,
তাই ৮-১ = ৭। যখন তারা আমাকে জিজ্ঞেস করেছিল, ‘ঠিক আছে, তুমি কোন সংখ্যাটা চাও? সেই
সময়ে আমার এই নম্বরটা পছন্দ করতে খুব একটা কঠিন মনে হয়নি। আসলে এই সিদ্ধান্তটা খুব
সহজ ছিল।’
ধোনিই ভারতের একমাত্র অধিনায়ক যিনি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।