× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

ভালো খেলে বিদায় রাঙাতে চান তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৪ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪১ পিএম

ভালো খেলে বিদায় রাঙাতে চান তাসকিন

বিপিএলের দশম আসরটা একদমই ভালো যাচ্ছে না দুর্দান্ত ঢাকার। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দাপুটে শুরু পেয়েছিল তারা। তবে এরপর টানা ৮ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। তাই প্লে-অফের দৌড়ে আর না থাকায় ভালো ক্রিকেট খেলে শেষটা রাঙাতে চান ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ। 

গতকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪০ রানে হেরেছে দুর্দান্ত ঢাকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আসলে টুর্নামেন্টের তো প্রায় ৭০% শেষ। ২টা ম্যাচ বাদে আসলে খুব একটা ভালো ক্রিকেট খেলা হয়নি। ব্যাটিং বেশিরভাগ ম্যাচেই আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমার মনে হয় আরও ভালো ক্রিকেট খেলা যেত অবশ্যই। তা ছাড়া আসলে হারতে থাকলে মোরালি সবাই একটু ডাউন হলে কোনো না কোনো কিছু ভুল হয়ে যায়। দোষ বের করলে আসলে তো অনেক সমস্যাই হয়েছে এজন্য আমরা হেরেছি। আজকে এত সুন্দর আমাদের শুরু হয়েছিল বোলিংয়ে পরে মাঝে একটু বাজে এক্সিকিউশন হয়েছে। মানে ১৯০ হওয়ার কথা ছিল না সিউর। ১৫০-৬০ হলে ভিন্ন গল্প হতে পারত। ২৫-৩০ রান বেশি হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আসলে তিনটা ম্যাচ (বাকি) আছে। ভালো ক্রিকেট খেলে যতটুকু শেষ করা যায় এখন ফ্র্যাঞ্চাইজির সবাই আশা করে আমরা জিতি। আইকন প্লেয়ার হিসেবেও তো আশা থাকে। আমিও যাতে আরও ভালো শেষ করতে পারি। আমাদের দলের অনেকে ভালো খেলছে। নাঈম (শেখ), শরিফুল (ইসলাম) শীর্ষ রান, উইকেট সংগ্রাহক। ওরাও যদি আরও ভালো শেষ করতে পারে এটলিস্ট কিছু প্রাপ্তি থাকবে। হয়ত প্লে-অফে যেতে পারব না। ভালো শেষ করলে একটু শান্তি পাওয়া যাবে।’

এখন পর্যন্ত এবারের আসরে ৯ ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অর্থাৎ ৭ম স্থানে রয়েছে দুর্দান্ত ঢাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা