× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্ব সেরা বানিয়েছে নিশামকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪২ পিএম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন নিশাম; ছবি: সংগৃহীত

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন নিশাম; ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড় তারকা তিনি। আইপিএল, পিএসএলসহ প্রায় সব টুর্নামেন্টেই দাপটের সাথে খেলার অভিজ্ঞতা আছে জিমি নিশামের। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার প্রথমবারের মতো খেলতে এসেছেন বিপিএলে। গতকাল শুক্রবার ঢাকায় পা দিয়ে আজই রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নেমে পড়েন তিনি। আর নিজের অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন নিশাম। ম্যাচ শেষে তার কাছে জানতে যাওয়া হয়, কিভাবে এত দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিলেন? জবাবে কিউই এই অলরাউন্ডার জানান, দায়িত্ব নিয়ে খেলেই সফল হয়েছেন তিনি। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের ২৭তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে রংপুর রাইডার্স। ম্যাচে ব্যাট হাতে ২৬ বলে ৫১ রানের ক্যামিও ইনিংসের পর বল হাতেও ২ উইকেট শিকার করেন নিশাম। স্বাভাবিকভাবেই এই অলরাউন্ডারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। অথচ বিপিএল খেলতে এসে অনেক বিদেশি খেলোয়াড় শুরুর দিকে কিছুটা খাবি খায়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। 

ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিশামের কাছে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার বিষয় নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে যখন খেলে বেড়াবেন, তখন মানিয়ে নেওয়া সহজ হয়ে যায়। নিজেরও দায়িত্ব আছে। সামনে কী হতে পারে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হয়। কোচ অধিনায়করা তো থাকেই। তাই দিনশেষে দায়িত্বটা নিজের। টেকনোলোজির কারণে প্রস্তুতি খুব কঠিন কিছু না। অনেকের সঙ্গে আবার আগে খেলা হয়েছে।’

এসময় বিপিএলের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে জিমি বলেন, 'এখন পর্যন্ত ভালোই। গতকাল (শুক্রবার) সকালে এলাম, দলের সাথেই আছি, অনুশীলনও করেছি। খুবই মানসম্পন্ন একটা দল। আমি আসার আগে থেকেই ওরা পয়েন্ট টেবিলের শীর্ষে। চাপ সামলে এই মোমেন্টাম ধরে রাখতে হবে। আজকের ম্যাচ নিয়ে আমি খুবই খুশি। এই উইকেটে টপ অর্ডার যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য। ৬ নম্বরে নেমে আমার জন্য মোমেন্টাম টেনে নেওয়া খুব সহজ ছিল।'

বাংলাদেশে এসেই খেলতে নামা প্রসঙ্গে তিনি বলেন, 'এটা আসলে নতুন কিছু না। গত কয়েক বছর ধরেই ক্রিকেট এমন চলছে। অনেক ভ্রমণ, এখানে ওখানে যাওয়া, টি-২০ লিগের আধিপত্য। আমি আগেও এভাবে খেলেছি, নতুন কিছু না। এই কন্ডিশনেও অতীতে খেলা হয়েছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে হয়ত আপনি নেমেই মারা শুরু করবেন, তবে এখানে আগে উইকেটে কিছুটা সময় কাটাতে হবে মানিয়ে নেওয়ার জন্য। প্রথম ১০ ওভারের কারণে আমার জন্য খেলা সহজ হয়ে গিয়েছিল, ক্রিজে নেমেই চড়াও হতে পেরেছি।'

আইপিএলে একাধিক ফ্র‍্যাঞ্চাইজির হয়ে খেলেছেন নিশাম। সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে তার কাছে আইপিএলে নিয়মিত খেলার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়। এ প্রশ্নে তার জবাব, ‘না নিয়মিত না, আইপিএলেও আমি অনিয়মিত। তবে বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে। দুবাইয়ে টি-টেন, শ্রীলঙ্কায় এলপিএল… একেক লিগ একেক রকম, একেক কন্ডিশন একেকরকম। যত বেশি খেলা যাবে তত বেশি অভিজ্ঞতা হবে, তত বেশি আত্মবিশ্বাস বাড়বে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা