× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন অ্যাকশনে সাইফউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ০১:১১ এএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৯ এএম

নতুন অ্যাকশনে সাইফউদ্দিন

পিঠের ইনজুরিতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রায় ৯ মাস পর বিপিএল দিয়ে মাঠে ফেরেন তিনি। লম্বা এই বিরতির পরও ফেরার ম্যাচে উজ্জ্বল ছিলেন টাইগার অলরাউন্ডার। ফরচুন বরিশালের জার্সিতে ফেরার ম্যাচ খেলতে নেমেই ব্যাট আর বল হাতে পারফরম্যান্সে স্বস্তির সুবাতাস ছড়িয়েছেন তিনি। তবে প্রত্যাবর্তনের ম্যাচে আলোচনায় তার বোলিংয়ে নতুন বৈচিত্র্য- ‘স্লিঙ্গি অ্যাকশন’।

কদিন আগেই নেটে অনেকটা লাসিথ মালিঙ্গার মতো ‘স্লিঙ্গি অ্যাকশনে’ বোলিং অনুশীলন করছিলেন সাইফ। আর প্রত্যাবর্তনের প্রথম ওভারের তৃতীয় বলেই এই বল করেছেন তিনি। সাধারণত নেট অনুশীলনে করা নতুন অ্যাকশনের বোলিং ম্যাচে টেনে আনতে বোলারদের অনেক সময় লাগে। কিন্তু সেই অপেক্ষাটা করতে চাননি সাইফউদ্দিন, ‘আমি এসব ক্ষেত্রে বেশি সময় নিই না। এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে এক ম্যাচে আমি নাকল বল করেছিলাম। ওই বল করার কিছুদিন আগেই আমি টিভিতে শার্দূল ঠাকুরকে নাকল বল করতে দেখি। এরপর দুয়েক দিন অনুশীলন করে ম্যাচে নাকল বল করেছিলাম। উইকেটও পেয়েছিলাম নাকল বলে। এই অ্যাকশনের ক্ষেত্রেও সেটাই করেছি। আপনাকে প্রেশারের সিচুয়েশনেই নতুন কিছু করতে হবে। সাহস নিয়ে করতে হবে। তাহলে দ্রুত রপ্ত হয়।’


সাইফউদ্দিনের স্লিঙ্গি অ্যাকশনে বল করার লক্ষ্য একটাই- ব্যাটসম্যানের মনে বিভ্রান্তি ছড়ানো। হুট করেই ভিন্ন রিলিজ পয়েন্ট থেকে একটা বল ঠিক জায়গায় ফেলতে পারলেই হলো। ব্যাটসম্যানকে তখন একটির জায়গায় ভাবতে হবে দুটি রিলিজ পয়েন্ট নিয়ে, ‘এটা আসলে একটু জুয়া খেলার মতো। একটু ভিন্ন অ্যাকশনে করলে বল একটু স্কিডি হবে। ব্যাটসম্যানকে ডাবল মাইন্ডেড রাখার চেষ্টা করা আর কি।’


বোলিংয়ে পুরোদমে ফিরতে পেরে উচ্ছ্বসিত সাইফ, ‘ভালো লাগছে। খুব কঠিন মনে হয়নি। কারণ খেলা হচ্ছে মিরপুরে, বিপিএল। কিন্তু ঘরোয়া ক্রিকেটেরই ম্যাচ। চারপাশে চেনা লোকজন। আমি জানি যে এখানে আমার কী করতে হবে। তাই ওই রকম ফেরার চাপ মনে হয়নি। তবে লম্বা সময় পর মাঠে ফেরার আনন্দটা অনুভব করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা