× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন বাবর!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৪ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। এর পরই তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক বেছে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবর, আবারও পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে ফিরছেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটার।

সম্প্রতি পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন রাজা নাকভি। তিন বছরের জন্য পিসিবির দায়িত্ব পেয়েছেন পাঞ্জাব রাজ্যের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী। তিনিই নাকি বাবরকে আবারও অধিনায়কের পদে দেখতে চাইছেন। এরই মধ্যে বাবরকে অধিনায়ক করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে মহসিন রাজার নেতৃত্বাধীন বোর্ড।


অধিনায়ত্ব ছাড়ার পর বাবর চাপমুক্ত হয়ে ব্যাটিংয়ে মনোযোগী হবেন বলে ভেবেছিলেন অনেকে। তবে নেতৃত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়া সফরে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি বাবর। যদিও বাবরের ব্যাটিং-কৌশল বা মেধা নিয়ে বিশেষজ্ঞরা কখনও প্রশ্ন তোলেননি। চোখ ধাঁধানো শট খেলে বরাবরই দৃষ্টি কেড়েছেন তিনি। তাই তো সময়ের অন্যতম সেরা ব্যাটার মানা হয় পাকিস্তানের এ ডান হাতিকে।


২০১৯ সালে সরফরাজ আহমেদের জায়গায় পাকিস্তানের সাদা বলের অধিনায়কের দায়িত্ব পান বাবর আজম। ২০২১ সালে তাকে দেওয়া হয় টেস্টের নেতৃত্ব। তার অধিনায়কত্বে পাকিস্তান ২০২২ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে। একই বছর তারা উঠে যায় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। বাবরের অধিনায়কত্বে সব মিলিয়ে ২০ টেস্টে পাকিস্তানের জয় ১০টি। ৪৩ ওয়ানডেতে জয় ২৬ এবং ৭১ টি-টোয়েন্টিতে জয় ৪২।


বাবর আজম সরে দাঁড়ানোর পর শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টির আর শান মাসুদকে টেস্টের অধিনায়ক করা হয়। তাদের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। যার ফলে আবারও পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব বাবর আজমকে দেওয়া হবে বলে জোর গুঞ্জন উঠেছে।


সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন বিশ্বসেরা এ তারকা ব্যাটার। কদিন আগে বিপিএল চলাকালে অধিনায়কত্ব প্রসঙ্গে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। এবার দেখার পালা আবারও জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেন কি না বাবর আজম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা