× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রকিবুলের ইটের জবাবে সালাহউদ্দিনের পাটকেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৪ পিএম

রকিবুলকে মুরব্বি বলছেন সালাহউদ্দিন— সংগৃহীত ছবি

রকিবুলকে মুরব্বি বলছেন সালাহউদ্দিন— সংগৃহীত ছবি

বিপিএলে সাত দলের সবকটিতে দায়িত্বে আছেন স্থানীয় কোচ। একই সময়ে বিভিন্ন পদে কোচ চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিদেশি কোচের বিপরীতে কেন দেশি কোচদের বাজিয়ে দেখা হচ্ছে না, এমন একটি প্রশ্নের জবাবে দেশি কোচদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছিলেন রকিবুল হাসান। বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের চাঁছাল বক্তব্যে ফুঁসেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। বর্ষীয়ান রকিবুলকে জবাবে মুরুব্বি বলে উপহাস করেছেন দেশ বরেণ্য কোচ।

দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল বলেছেন, ‘দেশীয় কোচদের জীবনবৃত্তান্ত যদি নেওয়া হয় তাহলে তারা ক্লাব ক্রিকেটেও সুযোগ পাবে না।’ বিষয়টির জবাব ঠান্ডা মাথায় দিয়েছেন চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাহউদ্দিন।

গতকাল মঙ্গলবার মিরপুরে সালাউদ্দিন বলেছেন, ‘উনি (রবিকুল হাসান) মুরুব্বি মানুষ। ওনার বয়সও হয়েছে। আমার মনে হয়, আবোল-তাবল অনেক কিছু বলতে পারে। এটা হতেই পারে। এটা নিয়ে আমরা মাইন্ড করি নাই। অন্যান্য কোচের সঙ্গে কথা বলেছি। আমরা এটা নিয়ে মন খারাপও করি নাই, কারণ উনি মুরুব্বি মানুষ, বলতেই পারেন।’

তবে এতটুকুতেই ছাড় দেননি সালাউদ্দিন, উল্টো প্রশ্ন করে বসেছেন, ‘কিন্তু একটা লোকাল কোচ তাহলে কীভাবে বড় হবে? সে তো আন্ডার নাইন্টিনেরও হেড কোচ হতে পারবে না, এইসপির কিংবা বাংলা টাইগার্সেরও হেড কোচ হতে পারবে না। জাতীয় দলের হেড কোচও হতে পারবে না। সে কোথায় হেড কোচিং করবে? সারাজীবন কি আমরা সাপোর্টিং রোলে থাকব? আমাদের তো কখনও না কখনও স্টেপ আপ করতে হবে।’

সেই এগিয়ে যাওয়ার পথে বিপিএলে কোচিং খুব কাজে দেবে বলে মনে করেন সালাহউদ্দিন, ‘আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো অপরচুনিটি। আমাদের ছেলেদের নিজেদের গ্রো আপ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তারা দেশের কোচদের ওপর বিশ্বাস রেখেছেন। সে যদি এই বছর খারাপ করেন, সামনের বছর নিশ্চয় ভালো করবেন। তাকে তো শিখতে হবে। আপনি যদি একেবারে এসেই জাতীয় দলের কোচ হয়ে যাব, এমন আশা কইরেন না। সবার তো স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সো কে কী বলল বা না বলল, সেটি নিয়ে আমার মনে হয় মাথা না ঘামানো উচিত। আমি প্রতিটা কোচকে বলব, তারা যেন নিজেদের ডেভেলপ করুক। আজ না হোক কাল তারা একটা ভালো অবস্থানে যাবে। বাংলাদেশের কোচরা একটা ভালো অবস্থানে গেলে আমি ব্যক্তিগতভাবে বেশি খুশি হব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা