× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবলে স্পন্সরের আশ্বাস পাপনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫১ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৯ পিএম

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন; ছবি : সংগৃহীত

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন; ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ফুটবলাররা বেশ সাফল্য পাচ্ছেন। কিন্তু বাফুফের অর্থাভাবে ঠিকমতো ম্যাচ খেলার সুযোগ পান না সাবিনা খাতুনরা। তবে ভবিষ্যতে নারী ফুটবলারদের স্পন্সরের কোনো অভাব হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

 মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন নাজমুল হাসান পাপন। এ সময় ব্যক্তিগত পর্যায়ের আলোচনার পাশাপাশি ফুটবলের উন্নয়নের বিষয়ে দুজনে প্রায় ২০ মিনিট কথা বলেন। 


সাক্ষাৎ শেষে সালাউদ্দিনের বাসা থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। এ সময় নারী ফুটবলারদের আশার বানী শোনান তিনি, ‘নারী ফুটবলে স্পন্সরের অভাব হবে না। একই সাথে পুরুষ ফুটবলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’


গত বছর এপ্রিলে আর্থিক সংকটের কারণে সাফজয়ী নারী ফুটবল দল মিয়ানমার সফরে যেতে পারেনি। সে সময় বিসিবি সভাপতি নাজমুলের সঙ্গে বাহাস হয়েছিল সালাউদ্দিনের। তবে ক্রীড়ামন্ত্রী হিসেবে নাজমুল এখন দেশের সবধরনের ক্রীড়ার অভিভাবক। মনোমালিন্য কিংবা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে সবকিছু। তাই আগের সব তিক্ততা ভুলে নাজমুল ছুটে যান অসুস্থ সালাউদ্দিনকে দেখতে, তারই বাসভবনে। 


অস্ত্রপচারের পর সালাউদ্দিন আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন পাপন, ‘দেখে মনে হয়েছে, আল্লাহর রহমতে উনি খুব ভালো আছেন এখন। হাঁটাচলা করছেন স্বাচ্ছন্দ্যে, যেটা দেখেই ভালো লাগছে। স্বাভাবিকভাবেই এমন সার্জারির পর আরও কিছু সময় লাগবে ওনার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’


উল্লেখ্য, গত ডিসেম্বরে সালাউদ্দিনের হার্টে বাইপাস সার্জারি করানো হয়। এখন বাসায় পুরোপুরি বিশ্রামে আছেন বাফুফে সভাপতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা