× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুভেন্টাসকে হারিয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল শীর্ষে থাকা ইন্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪১ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৩ পিএম

সান সিরোয় রবিবার রাতে ১-০ গোলে জয় পেয়েছে ইন্টার। ছবি : এক্ম

সান সিরোয় রবিবার রাতে ১-০ গোলে জয় পেয়েছে ইন্টার। ছবি : এক্ম

সিরি আতে দুই শিরোপাপ্রত্যাশী ইন্টার মিলান আর জুভেন্টাস মুখোমুখি হয়েছিল রবিবার রাতে। হাইভোল্টেজ ম্যাচে ব্যবধান গড়ে দিল একটি মাত্র গোল, সেটাও আত্মঘাতী। তাতেই জয় নিশ্চিত হয় ইন্টারের। ঘরের মাঠে জুভেন্টাসকে হারিয়ে লিগ টেবিলে ৪ পয়েন্টে এগিয়ে গেল সিমোনে ইনজাগির দল।

সান সিরোয় রবিবার রাতে ১-০ গোলে জয় পেয়েছে ইন্টার। খেলার ৩৭ মিনিটে অতিথিরা জুভেন্টাস পিছিয়ে পড়ে ডিফেন্ডার ফেদেরিকো গাট্টির আত্মঘাতী গোলে। টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকার পর অবশেষে হারল জুভেন্টাস। যদিও আগের ম্যাচে ইম্পোলির বিপক্ষে ১-১ ব্যবধানে পয়েন্ট খুইয়েছিল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এদিকে জয়ের ধারা অব্যাহত রাখল ইন্টার।

এদিন ঘরের মাঠে শুরুতে জুভেন্টাসকে চেপে ধরে ইন্টার। পঞ্চম মিনিটে বক্সের বাইরে থেকে হেনরিখ মিখিতারিয়ানের শট একজনের পায়ে লেগে বাইরে যায়। ৮ মিনিটে ভালো একটি সুযোগ হারান ফেদেরিকো দিমারকো। বাঁজামাঁ পাভার্দের ক্রস দূরের পোস্টে পেয়ে ভলিতে পাশের জালে বল মারেন ইতালিয়ান ডিফেন্ডার।

২৫তম মিনিটে ডিফেন্ডার গ্লেইসন ব্রেমেরের দৃঢ়তায় বেঁচে যায় ইউভেন্তুস। দিমারকোর দারুণ পাস বক্সে খুঁজে পায় মার্কাস থুরামকে। পেছন থেকে দারুণ ট্যাকলে দলকে বিপদমুক্ত করেন ব্রেমের। ৩২তম মিনিটে সুযোগ নষ্ট করেন জুভেন্টাসের দুসান ভ্লাহোভিচ। ওয়েস্টন ম্যাককেনির পাস বক্সে ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিতে পারেননি সার্বিয়ান ফরোয়ার্ড। অথচ এই ম্যাচের আগে টানা গোল করার মধ্যে ছিলেন তিনি।  এরপর ৩৭তম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় ইন্টার। ডান দিক থেকে নিকোলো বারেল্লার ক্রসে বক্সে ওভারহেড কিকের চেষ্টায় পারেননি পাভার্দ, ছয় গজ বক্সে নিচু হয়ে হেডের চেষ্টায় ব্যর্থ হন থুরামও, তার সঙ্গেই থাকা গাট্টির বুকে লেগে তাদের জালেই বল জড়ায়। 

দ্বিতীয়ার্ধে প্রথম ১০ মিনিটে সুযোগ তৈরি করতে পারেনি কেউ। ৫৬তম মিনিটে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন দিমারকো। দুই মিনিট পর হাকান কালহানোগলুর দারুণ শট পোস্টের বাইরের দিকে লাগে। বাকি সময়টা এক গোলের ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে ইন্টার।

২২ ম্যাচে ১৮ জয় এবং ৩ ড্রয়ে ইন্টারের পয়েন্ট ৫৭। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্টাস। ইন্টারের সমান ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে এসি মিলান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা