× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষ্প্রাণ সিলেট পর্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪২ পিএম

সিলেট পর্বের ব্যাটাররা ধুঁকেছেন রান করতে— গেটি ইমেজস

সিলেট পর্বের ব্যাটাররা ধুঁকেছেন রান করতে— গেটি ইমেজস

ক্রিকেট এবং সিলেট— শব্দ দুটির সংযোগ বহু পুরোনো। চায়ের রাজধানীতে ক্রিকেটের কদরেরও কমতি নেই। তবে চলতি বিপিএলে সিলেট পর্ব কতটা প্রাণবন্ত ক্রিকেট উপহার দিতে পারল, সে নিয়ে প্রশ্ন থাকছেই। বিপিএলে ‘রান নেই, রান নেই’ বলে যে রব, সেটি ঢাকা পর্বের গণ্ডি ছাপিয়ে আছড়ে পড়েছিল সিলেটেও। স্পোর্টিং হিসেবে বিবেচিত এই ভেন্যু ধরে রাখতে পারেনি তার ঐতিহ্য। গত ১০ দিনে মারকাটারি ফ্র্যাঞ্চাইজি আসরের ২০টি ম্যাচের ৪০টি ইনিংস ব্যবচ্ছেদ করলে সিলেট পর্বকে নিষ্প্রাণ বললেও অত্যুক্তি হবে না।

চায়ের দেশে ক্রিকেট বসলে সাজসাজ রব ওঠে, বিপিএলের এবারের পর্বেও সেটির ব্যতিক্রম হয়নি। তবে পুরোনো সেই টিকিট সংকট এবারও ছিল প্রকট। নতুন করে যোগ হয়েছে পিচ নিয়ে কথা। গ্রিন গ্যালারি সমৃদ্ধ সিলেট স্টেডিয়ামের সবুজ টিলাটি নিয়েও কথা উঠেছে। কয়েকটি বৃক্ষরাজি ছাড়া ঘাসহীন, ধূসর টিলাটি বিপিএলের এই পর্বটিরই যেন প্রতিচ্ছবি। টি-টোয়েন্টি ক্রিকেটের মূল সুর চার ছক্কা। আর এটারই সবচেয়ে বেশি ঘাটতি ছিল আসরটিতে। যদিও সিলেট পর্ব শুরুর আগে উইকেট নিয়ে দেওয়া হয়েছিল ইতিবাচক ধারণা। কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টোটাই। 

সিলেট পর্বে বিপিএলের দশম আসরে অনুষ্ঠিত হয়েছে ২০টি ম্যাচ। যার মাঝে একটিতেও ইনিংসে দুশ রান করতে পারেনি কোনো দল। ১৯০-এর ঘর ছুঁতে পেরেছে তাও একবার, ফরচুন বরিশালের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সেবার ৪ উইকেট হারিয়ে করেছিল ১৯৩ রান। এবারের আসরে এখন অবধি এটাই সবচেয়ে বেশি রানের ম্যাচ। জমজমাট ম্যাচে শেষ অবধি বরিশাল হারে ১০ রানে। এর বাইরে ১৫ ও ১৯তম ম্যাচটিতে দুটি দলই ছাড়িয়েছিল দেড়শ রানের গণ্ডি। বাকি সব ম্যাচই ছিল ম্যাড়মেড়ে। এক ফ্র্যাঞ্চাইজি দেড়শ রান ছাড়ালে অপর দল পড়েছিল ব্যাটিং ধসে। একশর নিচে ইনিংস শেষ হয়েছে চারবার। দেশি-বিদেশি তারকাদের কণ্ঠেও আক্ষেপ ঝরেছে পিচ নিয়ে।

বিপিএল যখন ফের মিরপুরে ফিরেছে, তখন জেগেছে পুরোনো শঙ্কা? তবে ঢাকা পর্বেও কি রান খরার বিপিএল? মিরপুরে গতকাল রবিবার উইকেট নয় ব্যাটারদের সামর্থ্য নিয়ে উল্টো প্রশ্ন তুলেছেন দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন, ‘খেলা ঢাকায় ফিরেছে। ঢাকায় খুবই রৌদ্রোজ্জ্বল পরিবেশ আছে, উইকেট ভালো হবে। যারা রান পাচ্ছে না তারা রানে ফিরবে। বিদেশি ক্রিকেটাররা তো এই কন্ডিশনে নিয়মিত খেলে না। ওরা তো করে দেখাচ্ছে।’

তবে সিলেট স্ট্রাইকার্সের ইংরেজ ক্রিকেটার সামিত প্যাটেলের কাছে কন্ডিশনটাই ব্যাটিং উপযোগী নয়। পিচ নিয়ে সমালোচনায় স্ট্রাইকার্সের বিদেশি তারকার ভাষ্য, ‘এই কন্ডিশন ব্যাটিংয়ের জন্য কঠিন। আমি জানি, আমরা যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলছি তা সঠিক নয়। এমন কন্ডিশন বা পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী নয়। যদি চার-ছক্কা দেখতে চান, তাহলে এভাবে হবে না।’ 

দুদিনের বিরতি নিয়ে আগামী পরশু মঙ্গলবার আবারও মিরপুর ফিরছে বিপিএল। সেখানে দিনের ম্যাচে দুর্দান্ত ঢাকাকে মোকাবিলা করবে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। দ্বিতীয় খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা