প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২১ পিএম
প্রতিপক্ষ হংকং। চোখ বুঝে যে কেউ বলে দেবে এই জয়ের ভাগীদার
ইন্টার মিয়ামি। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তাতেই প্রাক-মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেল টাটা
মার্টিনোর দল। মিয়ামির সুখের রাতে অনুপস্থিত ছিলেন দুই প্রধান অস্ত্র লিওনেল মেসি ও
লুইস সুয়ারেজ।
রিয়াদ কাপে গতকাল রবিবার দুপুরে হাইব্রিড প্রীতি ম্যাচে হংকং
এলিভেনের বিপক্ষে মেজর লিগ সকারের দল মিয়ামির জয় ছিল ৪-১ ব্যবধানে। ম্যাচে প্রথম গোল
আসে ৪০ মিনিটে। রবার্ট টেইলর গোল করে এগিয়ে দেয় হেরনসদের। ৩ মিনিট পরই হংকং সমতায় ফেরে।
প্রথমার্ধ শেষ হয় ১-১ ড্রয়ে।
দ্বিতীয়ার্ধে মার্টিনোর দল একতরফা করে জয় তুলে নেয়। ৫০ মিনিটে
মিয়ামির লাউসন সুন্দারল্যান্ড ও ৫৬ মিনিটে লিওনার্দো কাম্পানা গোল করে টানা তিন ম্যাচে
পরাজিত হওয়া মিয়ামিকে ৩-১ গোলে এগিয়ে নেন। শেষ সময়ে চতুর্থ গোলটি করেন রায়ান সেইলর।
প্রাক-মৌসুম ৫ ম্যাচ খেলেছে মিয়ামি। এটিই তাদের প্রথম জয়। এর আগে চার ম্যাচের একটিতে ড্র ও তিনটিতে হার তাদের।