× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরের গুঞ্জনে মুখ খুললেন সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৫ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৬ পিএম

অবসরের গুঞ্জনে মুখ খুললেন সাকিব

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। নিঃসন্দেহে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। কিন্তু চোখের সমস্যার কারণে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তার। বোলিংয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারলেও ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না এই অলরাউন্ডার। যে কারণে দেশজুড়ে সাকিবের অবসরের গুঞ্জন উঠছে। ‘সাকিব যদি আগের মতো ফিট না হতে পারেন তাহলে ক্রিকেটই ছেড়ে দেবেন’—দিন দুয়েক আগে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের এমন মন্তব্যের পর সেটি আরও ডালপালা মেলে। তবে এখনই ক্রিকেটকে বিদায় জানাতে নারাজ তিনি৷ পুরোনো ছন্দে ফিরতে আরও চেষ্টা করে যেতে চান এই টাইগার অলরাউন্ডার।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের ২০তম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৭৭ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। গতকাল ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুরের ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি হয়ে হাজির হয়েছিলেন সাকিব। এসময় স্বাভাবিকভাবেই অবসর নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তারকা এই অলরাউন্ডারকে। জবাবে সাকিব নিজেই জানান, এখনই অবসরের কোনো ভাবনাই নেই তার।

সাকিব বলেন, ‘সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যা ফেস করছি, উতরে যেতে পারি। আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করেন। পরেরটা পরে ভাবব।’

গেল ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যা নিয়ে বেশ ভুগছেন সাকিব। কয়েক দেশে ডাক্তার দেখিয়েও যেন কিছুতেই সমস্যা থেকে বের হতে পারছেন না তিনি। যে কারণে চোখের সমস্যার প্রভাব পড়ছে তার ব্যাটিংয়ে। চলতি বিপিএলে একদমই রানের দেখা পাচ্ছেন না তিনি। ৫ ম্যাচের ৩ ইনিংসে ব্যাট করে মাত্র ৪ রান করেছেন সাকিব। সর্বশেষ ম্যাচে সিলেটের বিপক্ষেও গোল্ডেন ডাক খেয়েছেন তিনি। 

এদিকে সাকিবের চোখের সমস্যার পেছনে মানসিক চাপকেও বিবেচনায় রাখা হচ্ছে। তাই ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা উল্টো চাপ বাড়িয়ে দিচ্ছে কি না এমন প্রশ্নও উঠছে। সাকিবও প্রশ্নের সাথে সুর মিলিয়ে বললেন, মাঝে মাঝে আমারও তেমন চিন্তা হয়।

আরও যোগ করেন, ‘এটা করে কি বেশি হচ্ছে? নাকি এটা করা ঠিক হবে? এখন এটা কীভাবে ফাইন্ড আউট করব? আপনি বলুন কীভাবে করা উচিত। আমিও এটা নিয়ে কনফিউজড। এখন চেষ্টা করে যদি ঘরে বসে থাকেন পরে আসেন, চেষ্টাই করলাম না।’

অবশ্য নিজের ফর্মে ফিরতে চেষ্টারও কোনো কমতি রাখছেন না সাকিব। অনুশীলনেও ঘাম ঝরাচ্ছেন রংপুর রাইডার্সের এই আইকন ক্রিকেটার। চলতি বিপিএলে নিজেকে আরও বাজিয়ে দেখতে চান তিনি, ‘এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনো আছে। দেখি অবস্থা কী দাঁড়ায়। এরপর অফিসিয়ালদের সঙ্গে কথা হবে, এরপর সিদ্ধান্ত আসবে।’

ব্যাট হাতে কবে সাকিব ঠিকঠাক মাঠে ফিরবেন, তা এখনও অজানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে উন্নতি হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এটা (ফেরার বিষয়ে) তো বলা মুশকিল। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুব স্বাভাবিক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা