প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৯ পিএম
অভিষিক্ত ম্যাচে বাজে এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন চামিকা গুনাসেকারা। হেলমেটে বলের আঘাতে মাঠ ছাড়তে হয়েছে লঙ্কান পেসারকে।
কলম্বোতে শ্রীলঙ্কা-আফগানিস্তান টেস্টের তৃতীয় দিন এ ঘটনা ঘটে। মাঠ ছাড়ার পর পর্যবেক্ষণের গুনাসেকারাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১০৭তম ওভারের ঘটনা এটি। আফগান পেসার নাভিদ জাদরানের বাউন্সার মাথা নিচু করে ছেড়ে দিতে চেয়েছিলেন গুনাসেকারা। কিন্তু বল তার প্রত্যাশা মতো ওঠেনি। হেলমেটের ওপরের অংশে আঘাত করে বল যায় সীমানার বাইরে। বাই থেকে চার রান পায় শ্রীলঙ্কা। এরপর ১১০তম ওভারে অস্বস্তিবোধ করেন গুনাসেকারা। তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠ ছাড়ার আগে ২ চারে ২৭ বলে ১৬ রান করেন গুনাসেকারা।