× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটার তাসকিনের নতুন লক্ষ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০২ এএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৭ এএম

ব্যাটার তাসকিনের নতুন লক্ষ্য

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ঢাকা অলআউট হয় ১২৭ রানে। তাসকিন আহমেদের অবদান ১১ বলে সর্বোচ্চ ২৭ রান। অপরাজিত ছিলেন ছয়টি ৪ হাঁকানো তাসকিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে তাসকিনের এটি সর্বোচ্চ। নিজের রেকর্ড ভাঙার পর টাইগার পেসার ব্যাটিংয়ের নতুন লক্ষ্যও নির্ধারণ করেছেন।

গতকাল শুক্রবার সিলেটে এমন ইনিংস খেলার রহস্য নিয়ে প্রশ্নের উত্তরে তাসকিন জানান, তার লক্ষ্য ভালো টেইলেন্ডার (শেষের ব্যাটার) হওয়া। বিশ্বকাপ নজরে রেখে এ লক্ষ্যপূরণে বাড়তি অনুশীলনও করে যাচ্ছেন, ‘আমি আসলে অনুশীলন করছি। আগেও অনেকবার বলেছি, ভালো টেইলেন্ডার হতে চাই। নিয়মিতই অনুশীলন করছিলাম। নিজের ভিত্তি ঠিক রেখে বল অনুযায়ী কানেক্ট করার চেষ্টা করছিলাম।’

১৪৩ রান তাড়া করতে পারেননি ঢাকার ব্যাটাররা। এজন্য রাগ না হলেও কিছুটা হতাশ তাসকিন, ‘ব্যাটসম্যানদের ওপর রাগ করব কেন (হাসি)। ওরা তো আমাদের সতীর্থ। হ্যাঁ, একটু হতাশ। যেহেতু কম রানের ম্যাচও আমরা তাড়া করতে পারিনি। অবশ্যই তাড়া করা উচিত ছিল। আমি নিশ্চিত আমাদের দলের ব্যাটসম্যানরাও হতাশ।’

পাঁচ ম্যাচে তাসকিন ৪৬ রান করেন। তার মধ্যে দুই ম্যাচে ব্যাটিংয়ে নামেননি। তার ইচ্ছা শেষ দিকে ব্যাট হাতে যেন দলে অবদান রাখতে পারেন। এজন্য পরিশ্রমও করে যাচ্ছেন ঢাকার পেসার, ‘এ রকম দুয়েকটা ইনিংস হলে নিজেরও একটু ভালো লাগে। কারণ মাঝেমধ্যে যখন এমন হয়, তখন মনে হয় বাড়তি যে অনুশীলন করছি, পরিশ্রম করছি, এর ফল পেলাম। এখনও অনেক উন্নতি বাকি আছে।’

তাসকিন যোগ করেন, ‘আমরা টেইলেন্ডাররা যদি উন্নতি করি, এটা আমাদের অনেক ম্যাচ জেতানোর সামর্থ্য রাখবে। এটাই চাই। কারণ সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তো একটু মেহনত করলে হয়তো ভালো টেইলেন্ডার হওয়া সম্ভব’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা