বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৮ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৬ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে পাঁচ ম্যাচে চার জয়ে রীতিমতো উড়ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কোনো ধরণের প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেনি বন্দর নগরীর দলটি। ফলে ৭ উইকেটের দাপুটে জয়ে টেবিলের তিনে উঠে এসেছে লিটন দাসের দল।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবারের বিপিএলের ১৮তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৬৪ বল হাতে রেখেই চট্টগ্রামের দেয়া ৭৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। বল হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল চট্টগ্রাম। কিন্তু কুমিল্লার দুই স্পিনার তানভীর ইসলাম ও আলিস ইসলামের ঘূর্ণিবিষে লজ্জাজনক ব্যাটিং করে তারা। ব্যাট হাতে টম ব্রুস ২৭ ও নাজিবুল্লাহ জাদরান ১১ রান করেন। এ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে ৭২ রানেই থামে তাদের ইনিংস, যা চলতি বিপিএলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
এর আগে চলতি আসরের সর্বনিম্ন ৭৮ রানের দলীয় পুঁজি ছিল সিলেটের। কাকতালীয়ভাবে তাদেরও প্রতিপক্ষ ছিল কুমিল্লা। বিপিএলের সব আসর মিলিয়ে নবম সর্বনিম্ন স্কোর এটি। এছাড়া চট্টগ্রামে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ২০১৭ আসরে সিলেটের বিপক্ষে ৬৭ রানে গুটিয়ে গিয়েছিল তাদের ইনিংস।
বল হাতে কুমিল্লার হয়ে স্পিনার তানভীর মাত্র ১৩ রানে ৪ উইকেট শিকার করেন। আর ১৪ রানে ২ উইকেট নেন আরেক স্পিনার আলিস ইসলাম।
এরপর সহজ লক্ষ্য তাড়ায় নেমে এদিনও ব্যর্থ হন লিটন দাস। কুমিল্লার অধিনায়ক চলতি আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলেন ফরচুন বরিশালের বিপক্ষে। আর আজকে করেন মাত্র ২ রান। তাকে সাজঘরে ফেরান বিলাল খান।
এদিন ব্যর্থ হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। তিনি ৫ বলে ৫ রান করে আল আমিন হোসেনের শিকার হন। তবে ওপেনার মোহাম্মদ রিজওয়ান ঠাণ্ডা মাথায় খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ২৪ বলে ২ চারের মারে ১৬ রান করেন তিনি।
তবে ম্যাচ দ্রুত শেষ করার বড় কৃতিত্ব তাওহিদ হৃদয়ের। এদিন ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দল যখন জয় থেকে মাত্র ৭ রানে দূরে তখন জিয়াউর রহমানের শিকার হন হৃদয়। ৫ বলে ৪ রানে দলের জয় নিশ্চিত করে রিজওয়ানের সঙ্গে মাঠ ছাড়েন রেইমন রেইফার।
তাতে ৭ উইকেটের দাপুটে জয়ে রংপুর রাইডার্সকে হটিয়ে টেবিলের তিনে উঠে এসেছে কুমিল্লা। বাজে হারে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে চট্টগ্রাম।