প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৫ পিএম
বাংলাদেশ মেয়ে ফুটবলারদের উল্লাস
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেছিলেন, মাঠে আসা দর্শকদের হাসিমুখেই বাড়ি ফেরাবেন। প্রথম ম্যাচে কথা রেখেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। খেলায় জোড়া গোল করেছেন মোসাম্মৎ সাগরিকা। অন্য গোলটি করেন মুনকি আক্তার।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শুক্রবার নেপালের বিপক্ষে ম্যাচে আরও বড় ব্যবধানে জিততে পারত বাংলাদেশ। পেনাল্টি মিস করেছেন অধিনায়ক আফিদা। এটুকু বাদ দিলে পুরো সময়টা আধিপত্য বিস্তার করেই খেলেছেন সাইফুল বারীর শিষ্যরা। খেলার ৫ মিনিটে ফ্রিকিক নেন স্বপ্না রানী। মাপা শটের ফ্রিকিক নেপালের গোলরক্ষক সুজাতা তামাংয়ের হাতে লাগার পর বারে আঘাত হানে।
ফিরতি শটেও সুযোগ কাজে লাগাতে পারেননি মুনকি আক্তার। এক মিনিট পর বক্সের সামনে ফাঁকা জায়গায় বল পেয়ে যান এই ডিফেন্ডার। আক্ষেপ মেটে একটু পরেই। ৪০ মিনিটে নেপালের গোলরক্ষককের ভুল কিকে বল পেয়ে যান স্বপ্না। দুর্দান্ত হেডে বল বাড়িয়ে দেন সাগরিকাকে। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি বাঘিনীদের নাম্বার টেন।
ম্যাচের ৪৫ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু স্পটকিক নিতে এসে অধিনায়ক আফিদার শট লাগে বারে। ফিরতি শট নেন সাগরিকা। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন গোলরক্ষক সুজাতা।
বিরতির পরও একের পর এক গোল মিসের হতাশায় ডুবেছে বাংলাদেশ। তবে ৫৬ মিনিটে পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় নেপাল। মাঝমাঠ থেকে গোলে শট নেন বদলি হিসেবে নামা নেপালের পুনম চেমজং। বল ধরতে বাইরে বেরিয়ে আসেন বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল। কিন্তু তার বল নিয়ন্ত্রণে নেওয়ার আগেই আলতো টোকায় বাংলাদেশের জাল কাঁপিয়ে দেন প্রতিপক্ষের নাম্বার নাইন সুকরিয়া মিয়া।
ব্যবধান ২-১ নামিয়ে আনে নেপাল। এক মিনিট পরই ফের এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে বল নিয়ে এগিয়ে যান ইতি খাতুন। সামনে থাকা সাগরিকাকে বল বাড়িয়ে দেন তিনি। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢোকেন। বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি। তার জোড়া গোলে লিড ৩-১ করে বাংলাদেশ। বাকি সময় জালের দেখা পায়নি দুদল।
এদিকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ভারতের দুজন খেলোয়াড়। বিরতির আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন শিবানি দেবি। দ্বিতীয়ার্ধে নেমে তাকে অনুসরণ করেন পূজা। ম্যাচে মোট চার গোল করেন এই ফরোয়ার্ড।