× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে ফিরল আবাহনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৫ পিএম

জয়ে ফিরল আবাহনী

প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে হারলেও শনিবার জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী। বাংলাদেশ পুলিশকে ২-১ ব্যবধানে হারিয়ে মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমালো আন্দ্রেস ক্রুসিয়ানির দল। খেলায় একটি করে গোল করেছেন জোনাথন ও হৃদয়। এছাড়া বাবলুর আত্মঘাতি গোলে ব্যবধান কমায় পুলিশ এফসি।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল আবাহনী। ৬ খেলায় ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। যার মধ্যে জয় তিনটিতে, ড্র একটি এবং হেরেছে দুটিতে। আবাহনী কাছে হেরে একধাপ নেমে চারে জায়গা পেয়েছে পুলিশ। সমা খেলায় দলটির ঝুলিতে ৭ পয়েন্ট। 

আবাহনীর চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান রয়েছে এই তালিকার দুইয়ে। আকাশী নীল জার্সিধারীদের চেয়ে এক পয়েন্ট বেশি আলফাজ আহমেদের দলের। তবে আবাহনরি চেয়ে এক ম্যাচ কম খেলেছে মতিঝিল পাড়ার দলটি। ৫ খেলায় শতভাগ জয় নিশ্চিত করে ১৫ পয়েণ্ট নিয়ে টেবিলের চূড়ায় অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। 

দিনের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে শেখ রাসেল ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা