প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৭ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৯ পিএম
গ্যাবা জয়ের নায়ক শামার জোসেফকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সিডব্লুআই।
জোসেফকে কেন্দ্রীয় চুক্তিতে নেওয়ার ব্যাপারে সিডব্লুআইয়ের পরিচালক ও ক্রিকেট ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স কমিটির প্রধান এনোখ লুইস বলেন, 'আমাদের দায়িত্ব জোসেফকে সিডব্লুআই ইন্টারন্যাশনাল রিটেইনার কন্ট্রাক্টে (কেন্দ্রীয় চুক্তি) তুলে আনা। তার অসাধারণ মেধা ও অটল নিবেদন গ্যাবায় আমাদের সাম্প্রতিক অসাধারণ জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। এমন সম্ভাবনাময় মেধার স্বীকৃতি দরকার। শামারকে চুক্তিতে আনা শুধু তার অর্জন নয় বরং এটি সে অর্জন করেছে।'
২০২৩-২৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন: অ্যালিক অ্যাথানেজ, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেইডেন সিলস এবং রোমারিও শেফার্ড।