প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪২ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৩ পিএম
লিওনেল মেসি মাঠেই ছিলেন। তার উপস্থিতিতেই ৬-০ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি। তবে আর্জেন্টাইন তারকা যখন দলের হয়ে যুদ্ধে নামেন, মিয়ামি তখন প্রায়ই ধ্বংসস্তূপের কিনারায়। মেসি কেবল আক্ষেপ বাড়িয়েছেন বৈকি!
বৃহস্পতিবার রিয়াদ সিজন কাপের ম্যাচে মেজর সকার লিগের দল মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। দলটির হয়ে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা।
হাতের তালুতে চেনা নিজেদের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় নাসর। ম্যাচ ঘড়ির তৃতীয় মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। দশম মিনিটে ব্যবধান বাড়ান তালিসকা। দ্বাদশ মিনিটে ব্যবধান ৩-০ করেন লাপোর্তে।
দ্বিতীয়ার্ধেও একই গতিতে এগোয় নাসর। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তালিসকা। ৬৮ মিনিটে স্কোরলাইন ৫-০ করে ফেলেন সৌদির ফরোয়ার্ড মোহামেদ মারান। ৭৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তালিসকা।
ম্যাচে ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে নামেন মেসি। তিন মিনিটে গোলবারে শট নেন। তা আটকে দেয় প্রতিপক্ষের ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত চেষ্টা করেও গোলশূন্য থাকে মিয়ামি।