× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন স্যামি

‘শামার সব ফরম্যাটের খেলোয়াড় হবে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৪ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৮ পিএম

‘শামার সব ফরম্যাটের খেলোয়াড় হবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজেই ইতিহাস গড়েছেন শামার জোসেফ। দুই ম্যাচের টেস্টে সিরিজে ১৩ উইকেট নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন ডানহাতি এই পেসার। যার সুবাদে দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্টে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না শামার। মূলত অজি সফরে তিন সংস্করণে ভিন্ন দল গড়ায় রঙিন পোশাকের সিরিজে রাখা হয়নি তাকে। তবে ক্যারিবীয়দের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের হেড কোচ ড্যারেন স্যামি বলছেন, শামার সব সংস্করণের খেলোয়াড় হবে।

স্যামি বলেন, ‘সে সকল সংস্করণের খেলোয়াড় হবে। আমি এই স্কোয়াডে (ওয়ানডেতে) তাকে পাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। কিন্তু দেখুন, সবকিছুরই একটি প্রক্রিয়া আছে। এভাবেই নির্বাচক কমিটি কাজ করে থাকে। সে (শামার) যেটা করেছে, সেটা পুরো বিশ্বের সঙ্গে আমারও মাথাব্যথা তৈরি করেছে। সামনে বিশ্বকাপ আসছে, ওয়ানডে দলও এগিয়ে যাচ্ছে।’

দল গঠন নিয়ে স্যামি বলেন, ‘আমরা জেইডেন সিলসের মতো কয়েকজন ছেলেদের পেয়েছি, যারা এই মুহূর্তে চোটে পড়েছে। তাই আমরা সকল সংস্করণেই বিশেষ কয়েকজন খেলোয়াড় তৈরি করেছি, যাদের নিয়ে আমাদের ভালো একটি দল বাছাই করতে সক্ষম হব। যারা আসলেই ভালো পারফর্ম করছে, এবং একটা ক্রিকেট জাতি হিসেবে আপনি এটাই চাইবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা