প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৪ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৫ পিএম
দুই মাস না ঘুরতেই পাকিস্তান দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইমাদ ওয়াসিম। এর জন্য অবশ্য একটি শর্ত জুড়ে দিয়েছেন পাকিস্তানের এই লিগ স্পিনিং অলরাউন্ডার।
সম্প্রতি পাকিস্তানের স্থানীয় স্পোর্টস ওয়েটসাইটের সঙ্গে কথা বলেছেন ইমাদ। সেখানে বলেছেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা সম্পূর্ণ ভেবে-চিন্তে নিয়েছিলাম। কিন্তু এটা তো বলা যায় না কখন আমাকে পাকিস্তানের প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে তখন তো এটা নিয়ে ভাবতে হবে।’
ফিরবেন, তবে এর জন্য তার প্রয়োজন স্পষ্টতা। বলেছেন, ‘আমি চাই একটা স্পষ্টতা। আমাকে দায়িত্ব দেওয়া হোক; তার মানে এই নয় অধিনায়কত্ব। সেটা সিনিয়র খেলোয়াড় হিসেবে হতে পারে। যাতে আমি কিংবা সিনিয়র খেলোয়াড়রা যেভাবে চায়, সেভাবেই যেন দলকে এগিয়ে নিয়ে যেতে পারি।’
তিনি আরো বলেছেন, ‘আমি চাই পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, সঠিক সমন্বয় আর সঠিক ধরনের ক্রিকেট খেলুক। এটাই আমার চাওয়া।’
পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ খেলা ইমাদ এখন আইএল টি-টোয়েন্টিতে খেলছেন। সেখানে তার দল আবুধাবি নাইট রাইডার্স। এই মৌসুমে ৬ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।