অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৪ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৯ পিএম
চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দাপুটে জয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। বুধবার সুপার সিক্সের লড়াইয়ে নেপালের বিপক্ষে ১৪৮ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। এই জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভালোভাবেই টিকিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ৩ ফেব্রুয়ারি ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে পাকিস্তানের যুবাদের বিপক্ষে। সেমিতে যেতে হলে সেই ম্যাচে জুনিয়র টাইগারদের জিততেই হবে। তবে আরিফুল-বর্ষণদের জয় ছাপিয়ে মূল দুশ্চিন্তা থাকবে এই ম্যাচের নেট রানরেটে। কারণ এই মুহূর্তের বিবেচনায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট ১.০৬৪। আর ৪ পয়েন্টে থাকা বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮।
ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যুবাদের পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই কেবল হবে না, বরং খেয়াল রাখতে হবে রানরেটের দিকেও। বাংলাদেশকে এমন এক ব্যবধানে জয় পেতে হবে, যাতে পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশের নিচে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে জয়ের ব্যবধান কমপক্ষে হতে হবে ৫০ রান। যেমন বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের আগে অলআউট বা আটকে রাখতে হবে। সেক্ষেত্রে ০.০০১ বেশি থাকবে বাংলাদেশের রানরেট।
তবে বাংলাদেশের সংগ্রহ যদি ২৫০ পার হয়ে গেলে ব্যবধান রাখতে হবে কমপক্ষে ৫১ রান। অর্থাৎ বাংলাদেশ ২৭০ রান করলে পাকিস্তানকে ২১৯ রানের ভেতর অলআউট করতে হবে। অথবা ৩০০ করলে পাকিস্তানকে আটকে রাখতে হবে ২৪৯ রানের মাঝে।
অন্যদিকে পাকিস্তান আগে ব্যাট করলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মাঝে ম্যাচ শেষ করতে হবে। ৩০০ রান টার্গেট থাকলে ৩৯.৩ ওভার পর্যন্ত খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভার সময় পাবে বাংলাদেশ। যার অর্থ, পাকিস্তান আগে ব্যাট করলেই অপেক্ষাকৃত কঠিন পরিস্থিতিতে পড়তে হবে যুবা টাইগারদের।
যদিও এই জটিল সমীকরণ মেলানো সম্ভব কেবল মাঠের খেলা শুরু হলে। মূল খেলার পরিস্থিতিই বলে দেবে জয়ের সমীকরণ। তবে আপাতত গাণিতিক হিসেব বলছে বাংলাদেশের জন্য কাজটা খুব একটা সহজ হচ্ছে না। তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ অলিখিত কোয়ার্টার ফাইনালের মর্যাদা পাচ্ছে।
এই গ্রুপ থেকে ভারত আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর তাদের কাছে হেরে নিউজিল্যান্ডের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে।