প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৬ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৮ পিএম
কনর ব্রাডলি চমক
দারুণ পারফরম্যান্স দেখালেন কনর ব্রাডলি। দ্যুতি ছড়িয়ে ম্যাচের সঙ্গে রাতটাও নিজের করে নিলেন। স্মরণীয় ম্যাচে লিভারপুলের হয়ে পেলেন প্রথম গোলের দেখা।
শুধু নিজেই গোল করেননি ব্রাডলি। সতীর্থদের দিয়ে করালেন দুটি। তাতে চেলসিকে ৪-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখল দ্য রেড শিবির। পাঁচ পয়েন্টের ব্যবধানে সবার ওপরেই রইল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
ম্যাচে দুর্ভাগ্যের রেকর্ড গড়েছেন ডারউইন নুনেস। গোলমুখে নেওয়া তার চারটি শট পোস্টে লেগে ফিরে আসে। ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে এটি একটি রেকর্ড।
মঙ্গলবার রাতে জয় ছিনিয়ে নিয়েছে আর্সেনাল। গানাররা ২-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফোরেস্টকে। বুধবার রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। কোচ পেপ গার্দিওলার শিষ্যরা ৩-১ গোলে হারিয়েছে বার্নলিকে।
আর্লিং হালান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে জোড়া গোল করেছেন জুলিয়ান আলভারেজ। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে ম্যানসিটি। তিনে নেমে গেছে আর্সেনাল। মঙ্গলবার রাতে অবশ্য সিটিকে টপকে দুইয়ে জায়গা করে নিয়েছিল আর্সেনাল। সেই স্থানটা এবার পুনরুদ্ধার করল ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি।
টটেনহ্যাম হটস্পার ৩-২ গোলে ধরাশায়ী করেছে ব্রেন্টফোর্ডকে। এ জয়ে চারে জায়গা করে নিয়েছে স্পার শিবির। আর তাতে পাঁচে নেমেছে অ্যাস্টন ভিলা।