× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা তৃতীয়বার এসিসির প্রধান জয় শাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৫ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৮ এএম

এসিসি প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন জয় শাহ। ছবি : সংগৃহীত

এসিসি প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন জয় শাহ। ছবি : সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি জয় শাহ। ভারতের এ সংগঠক টানা দুই মেয়াদে এসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়া মহাদেশের এ সর্বোচ্চ ক্রিকেট সংস্থায় আবারও একই পদে বহাল থাকতে যাচ্ছেন তিনি।

বুধবার (৩১ জানুয়ারি) এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে জয়কে আগামী এক বছরের জন্য আবার সভাপতি করা হয়েছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এ দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতীয় এ সংগঠক।

এক বিবৃতিতে এসিসি জানায়, এজিএমে সভাপতি পদে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। তার প্রস্তাবে বাকি সদস্যরা সম্মতি দেওয়ায় সর্বসম্মতিক্রমে তৃতীয়বার এসিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন বিসিসিআইয়ের এ সচিব।

২০২১ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো এসিসির প্রেসিডেন্ট হন জয় শাহ। তিনিই এ সংস্থার সবচেয়ে কম বয়সি প্রধান। এ ছাড়া চার বছর ধরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিবের দায়িত্বও পালন করে আসছেন তিনি।

এসিসির পূর্ণ সদস্য দেশগুলো থেকে চক্রাকারে একজন করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তী চক্রে প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা থেকে। কিন্তু জয়কেই প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করে লঙ্কানরা। তার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ দায়িত্বে ছিলেন।

এদিকে জয় শাহ পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় এসিসিতে ভারতের প্রভাব আরও বাড়বে বলে মনে করেন অনেকে। গত বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা দেখা দেয়, যার নেপথ্যে জয় শাহ ছিলেন বলে গুঞ্জন শোনা যায়। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

২০২৫ সালে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু জয় শাহ তৃতীয় মেয়াদে এসিসির নেতৃত্বে থাকায় সে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরও বাড়ল।

উল্লেখ্য, বর্তমানে এসিসির সদস্য দেশ ২৫টি। এর মধ্যে টেস্ট খেলুড়ে পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান পূর্ণ সদস্য। বাকি সব দেশ ক্রিকেটের উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা