× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার কখনোই সুখের হয় না, বলছেন জাকির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২০:১৪ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২০:৩৮ পিএম

হার কখনোই সুখের হয় না, বলছেন জাকির

বিপিএলের গত আসরে ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। এবারও শক্তিশালী দল গড়ে শিরোপা-খরা কাটানোর স্বপ্ন দেখেছিল মাশরাফি বিন মর্তুজার দল। তবে মাঠের পারফরম্যান্সে ঘটছে ঠিক তার উল্টো ঘটনা। এখন পর্যন্ত আসরে চার ম্যাচ খেলে জয়ের মুখ দেখতে পায়নি তারা। সবশেষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট ফ্র্যাঞ্চাইজি হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের ১৩তম ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছিল সিলেট স্ট্রাইকার্স। এরপর জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম ও টম ব্রুসের জোড়া ফিফটিতে ১৭ ওভার ৪ বলে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবারের বিপিএলে পাঁচ ম্যাচ খেলে চট্টগ্রামের চতুর্থ জয় এটি। ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে শুভাগত হোমের দল। আর মাশরাফির সিলেট চার ম্যাচে কোনো জয় না পাওয়ায় আছে একেবারে তলানিতে।

ঢাকা পর্বের পর সিলেটেও জোড়া ম্যাচে হারল সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি।  অথচ গেল বছর নিজেদের হোম গ্রাউন্ডে বেশ ভালো করেছিল মাশরাফির দল। হারের বৃত্তে থাকা সিলেটের ব্যাটার জাকির হাসানও দলের হার মেনে নিতে পারছেন না। তার মতে, হার কখনোই সুখের হয় না।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসে জাকির বলেন, ‘আসলে হার তো সব সময়ই কষ্টের, হার কখনোই সুখের না। সিলেট আমাদের হোম, গতবার ভালো করেছিলাম এখানে। কিন্তু এবার পারছি না। চেষ্টা করছি ফাইট ব্যাক করতে।’ 

হারের কারণ হিসেবে দলের ব্যাটিং ইউনিটকে দুষছেন তিনি, ‘কিছুটা বলতে পারেন (কোনো কিছু কাজে লাগছে না)। ব্যাটিংয়ে আমরা ভালো স্কোর দিতে পারিনি। আজকের ম্যাচে বোলাররা ভালো বল করেছিল, কিন্তু আমরা ওটা চেজও করতে পারিনি। হয়তো দ্রুত উইকেট যাওয়ার কারণে আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। তবে এখনও ফিরতে পারি, অপশন আছে। সামনের ম্যাচ থেকে কামব্যাক করতে পারব।'

জাকিরের মতে হারের কারণে সেরা একাদশ ঠিক করাই কঠিন, ‘কিছুটা বলতে পারেন। এ রকম যখন হারতে থাকেন, তখন বেস্ট ইলেভেন সেট করা কঠিন। তবুও আমরা চেষ্টা করছি সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার। দেখি সামনের ম্যাচে কী হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা