প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৩:১৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৪:১৩ পিএম
হারের হ্যাটট্রিক পূরণ করা সিলেট স্ট্রাইকার্স আছে প্রথম জয়ের খোঁজে। সিলেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাশরাফির দল।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। ঢাকা পর্বে একই প্রতিপক্ষের বিপক্ষে প্রথমে ব্যাট করে হারলেও এবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সিলেট অধিনায়ক মাশরাফি।
এদিকে ঢাকা পর্বেই জোরালো হয়েছিল কথাটি, ‘আনফিট মাশরাফি কেন খেলছেন?’ সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দলে থাকা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। মাশরাফি বিন মর্তুজা নিজেও জানিয়েছেন, খেলার জন্য আদর্শ অবস্থানে নেই তিনি।
তবে মাশরাফিতেই আস্থা রেখেছে সিলেট। ফ্রাঞ্চাইজিটির মালিকপক্ষ থেকে কোচ হয়ে দলের খেলোয়াড়—সবাই চান নেতৃত্বের জন্য হলেও খেলুক মাশরাফি। চট্টগ্রামের বিপক্ষে তিনি টসও করেছেন আজ।