× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

টানা তিন হারে বোলারদের দুষছেন মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৯:৩৮ পিএম

টানা তিন হারে বোলারদের দুষছেন মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা আর সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল। যেখানে মাত্র একটি জয় এসেছে, সেটিও আবার প্রথম ম্যাচ থেকে। এরপর তামিম ইকবালের দল হেরেছে পরপর ৩ ম্যাচে। ধারাবাহিকভাবে এভাবে হারের পেছনে বোলারদের দায় দেখছেন বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবারের বিপিএলের ১১তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত সময়ে ৭ উইকেটে ১৮৩ রানে থেমে যায় বরিশালের ইনিংস। এতে ১০ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে বন্দরনগরীর দলটি।  

ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন মিরাজ। এ সময় দলের ধারাবাহিক হারের পেছনে বোলারদের দুষছেন মিরাজ, ‘আমরা ভালো বোলিং করিনি। শেষ ৫ ওভারে আমরা একটু বেশি রান দিয়ে ফেলেছি। এই কারণে ম্যাচটি কঠিন হয়ে গেছে।’

অভিযোগ রয়েছে পাওয়ার হিটিং ব্যাটিংয়ের অভাবে ম্যাচ হারছে ফরচুন বাহিনী। তবে এই অভিযোগের সঙ্গে একমত নন মিরাজ, ‘পাওয়ার হিটিং না। আসলে আমরা পাওয়ার হিটিংয়ের জন্য হেরে যাচ্ছি না। আমরা বোলাররা ঠিকভাবে কাজটা শেষ করতে পারছি না। ব্যাটসম্যানরা ভালো করছেন। মুশফিক ভাই আগের দুটি ম্যাচে ফিফটি করেছেন। ওপরের দিকে সৌম্য সরকারও ছোট ছোট কন্ট্রিবিউট করছে, তামিম ভাইও ভালো খেলছেন।’

আরও বলেন, ‘টি-টোয়েন্টি খেলায় বোলাররা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ ৫ ওভার খুব গুরুত্বপূর্ণ। আমরা যে ম্যাচগুলো হেরেছি সেগুলোতে রান দিয়েই হেরেছি। আমরা ব্যাটসম্যানের দোষের জন্য হারিনি। শেষের দিকে তো প্রতি বলে চার-ছক্কা মারার জন্য হিট করবে ব্যাটসম্যানরা। সেখানে আউট হতে পারে চার বা ছয়ও হতে পারে। ওখানে আমরা বোলাররা কীভাবে নিজেদের কাজটা করছি, সেটি খুব গুরুত্বপূর্ণ।’

এখনও বরিশালের আরও ৮টি ম্যাচ বাকি রয়েছে। বরিশালের পঞ্চম ম্যাচটি হবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। মাঝে প্রায় তিন দিন নিজেদের প্রস্তুত করার সময় পাবে মিজানুর রহমান বাবুলের শিষ্যরা। তাই তিন ম্যাচ হেরেও হতাশ নন মিরাজ। পরের ম্যাচগুলো ভালো করে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন তিনি, ‘এখনও আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। আমাদের সুযোগ রয়েছে। ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারলে আমাদের জন্য সহজ হবে প্রক্রিয়াটা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা