× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাশরাফিকে নিয়ে সাবেকদের খোঁচাখুঁচি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২২:২৮ পিএম

সৈয়দ রাসেল, মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজা

সৈয়দ রাসেল, মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজা

ক্রিকেটের সঙ্গে সম্পর্ক এখনও জিইয়ে রেখেছেন মাশরাফি বিন মর্তুজা। মাঠের লড়াইয়ে নামলেও সময় দিতে পারছেন একেবারেই কম। ঘরোয়া লিগে নিয়মিত নন এ তারকা পেসার। এখন পুরোদস্তুর রাজনীতিবিদ তিনি। নড়াইল থেকে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হচ্ছেন জাতীয় সংসদের হুইপ।

বিপিএলের দশম আসর মাঠে গড়ানোর আগে অনুশীলন বলতে গেলে তেমন কিছু করতে পারেননি। তার সঙ্গে আছে ইনজুরির ধকল। তারপরও খেলে যাচ্ছেন বিপিএলে। চলতি আসরে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সিলেট স্ট্রাইকার্সকে।

নির্বাচন শেষ করে সপ্তাহ দুয়েকও পুরোপুরি যায়নি। মাশরাফি নেমে পড়েছেন মাঠে। খেলেছেন দুটি ম্যাচই। তবে ব্যাট-বল হাতে তেমন দ্যুতি ছড়াতে পারেননি। প্রথম ম্যাচে ২.৩ ওভার বোলিং করে ২৫ রান খরচায় পেয়েছেন ১ উইকেট। ব্যাট করার সুযোগই পাননি।

দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৬ রান করলেও বোলিং করেননি। তার মাঠের পারফরম্যান্সই বলছে, খেলার জন্য শতভাগ ফিট নন সাবেক এ টাইগার ক্যাপ্টেন।

মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ নিয়ে ব্রডকাস্টার চ্যানেলে কথা বলার সময় সাবেক সতীর্থ মাশরাফির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল।

তার মতে, আনফিট মাশরাফিকে খেলিয়ে বিপিএলকেই ছোট করা হচ্ছে, ‘কিন্তু এভাবে এই টুর্নামেন্টে আসলে... সে কিন্তু খেলতে চাচ্ছিল না, মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে। কারণ এই ধরনের টুর্নামেন্ট বিশ্বজুড়ে দেখছে। এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ। তাদের (সিলেট স্ট্রাইকার্স) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। এই টুর্নামেন্টে ভালো করলে তার বিশ্বকাপে সম্ভাবনা থাকত।’

ম্যাচ শেষে আশরাফুলের দেওয়া খোঁচার পাল্টা জবাবে কোনো কড়া কথা অবশ্য বলেননি মাশরাফি। দিয়েছেন কূটনৈতিক উত্তর, ‘সব জিনিস সব সময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করছি আদর্শ পরিস্থিতি না (খেলাটা)। আর কে খেললে কে ভালো হতো এটা দলের বিষয়। ওকে (রাজা) না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারত, সেটা ভিন্ন জিনিস। কে খেললে ভালো হতো এটা তো দল কারও সঙ্গে আলোচনায় বসবে না বা করবে না।'

তবে নড়াইল এক্সপ্রেসের পাশে দাঁড়িয়েছেন তাদের সাবেক সতীর্থ সৈয়দ রাসেল। আশরাফুলকে পাল্টা খোঁচা দিয়ে মঙ্গলবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক এ পেসার। তাতে লেখেন, 'শেষ কয়েক বছর প্রিমিয়ার লিগ বলেন আর বিপিএল বলেন, খেলার জন্য হেন কোনো কাজ নেই, যেটা আশরাফুল করেনি। সর্বশেষ প্রিমিয়ার লিগে তো মোহামেডানে আশরাফুলকে ম্যাচ খেলানো হয়নি বলে মাঠ ছেড়ে বাড়ি চলে যাওয়ার ঘটনা ঘটিয়েছিল।’ 

বিষয়টা এখানেই থেমে নেই। আশরাফুলের ব্যাটিং স্টাইলকে ইঙ্গিত করে মাশরাফির সাবেক এ পেস আক্রমণের সঙ্গী লেখেন, ‘নিজের রান করার জন্য টিমকে ডোবানোর রেকর্ড তো আশরাফুলের থেকে বেটার আর কেউ নেই বাংলাদেশে।’ আরও জানান, ‘আরে ভাই তোর তো বোঝা উচিত টিমের মালিক, যারা কি না কোটি কোটি টাকা খরচ করছে বিপিএলে, তারাই চাইছে মাশরাফি খেলুক… So what’s your problem?’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা