× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোমেন্টামের অপেক্ষায় মাশরাফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ২২:০৪ পিএম

ম্যাচ জয় পাখির চোখ করছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক  ছবি: সিলেট স্ট্রাইকার্স

ম্যাচ জয় পাখির চোখ করছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ছবি: সিলেট স্ট্রাইকার্স

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর রংপুর রাইডার্সের বিপক্ষেও হার। হোম ভেন্যুতে সুখস্মৃতি নিয়ে যেতে পারছে না মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। ঢাকা পর্বে দুই হারের পরও খুব একটা চিন্তিত নন মাশরাফি। তবে পরিকল্পনায় বেশ কিছু ঘাটতি খুঁজে পেয়েছেন আর সেটা সিলেটে পূরণ করে দেবেন বলেও আশাবাদী বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের সমার্থক হয়ে ওঠা মাশরাফি। সিলেট অধিনায়ক এখন অপেক্ষায় আছেন একটা জয়ের। আর এটা হলেই মোমেন্টাম পেয়ে যাবেন বলে বিশ্বাস মাশরাফির। 

মঙ্গলবার রংপুরের বিপক্ষে ৪ উইকেটে হেরে যাওয়ার পর হতাশার কথাই শুনিয়েছেন মাশরাফি। তবে সিলেট পর্বে কীভাবে হারের বৃত্ত ভাঙবেন, কষছেন সেই ছক। তার ভাষায়, যেমন আজকের উইকেটে ১৭০-১৮০-এর জন্য খেললে তো হবে না। আজকের উইকেট ১৫০-১৬০ রানের। আপনি ১২০ বা প্রথম ১০ ওভারে ৫-৬ উইকেট পড়ে গেলে আসলে খেলা… এই ছোট ছোট জিনিসই আমাদের ঠিক হচ্ছে না। প্রথম ম্যাচে আমরা মনে করছিলাম, ১১ ওভারে ওদের ৭০-৭৮ রান, একটা ব্রেক থ্রু পেয়েছি। আর তখনই একটা বাজে স্পেলে তিনটা ক্যাচ মিস। এই যে ছোট ছোট ভুল, এ কারণগুলোও গুরুত্বপূর্ণ। বিশেষ করে টি-টোয়েন্টিতে এত সময় পাওয়া যায় না। ব্যাটিংয়ে বলেন বা বোলিংয়ে বলেন এখানে পাওয়া যায় না।’

সিলেটে হোম ভেন্যুতে সেই মোমেন্টাম পাওয়া জয়ের দিকেই পাখির চোখ করেছেন মাশরাফি, ‘হোম গ্রাউন্ডে এটা ম্যাটার করে না। আমরা আগেরবার এখানে চারটি জিতে, সিলেটে গিয়ে প্রথমটা হেরেছিলাম। এগুলো বিষয় নয়। হোম গ্রাউন্ড হয়তো ক্রাউড আমাদের পক্ষে থাকবে। কিন্তু টি-টোয়েন্টি এমন একটা খেলা, এটা মোমেন্টামের খেলা। যতক্ষণ মোমেন্টাম না আসছে ততক্ষণ কিন্তু দল সাধারণত বুস্টআপ হয় না। আর তাই জয়টা খুব জরুরি।’

আগেরবার অপেক্ষাকৃত কমশক্তির দল নিয়ে সিলেটকে ফাইনালে তুলেছিলেন মাশরাফি। ঢাকা পর্বে টানা চারটি ম্যাচ জিতেছিল তার দল। আগেরবারের প্রসঙ্গ টেনে এনে সিলেট অধিনায়ক বলেছেন, ‘ব্যাটারদের রান করতে হবে। সিলেটে শেষবার উইকেট ভালো ছিল। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আর ঘরোয়া বিপিএলের শেষ বছরে ২০০ চেজ হইছে একবার। ডে-নাইট ম্যাচে আমার মনে হয় না উইকেট ম্যাটার করবে। সিলেটে আল্টিমেটলি ডে-নাইট ম্যাচে বোলাররা স্ট্রাগল করবেই। সেখানে রান হবেই। দিনের ম্যাচ কেমন হবে সেটা আসলে না দেখা পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আশা করছি উইকেট ভালো হবে। তবে ব্যাটাররা রান না করলে কঠিন হয়ে যায়।’

বিপিএলে দিনে-রাতে মিরপুরের উইকেটের আচরণ দুই রকম। দুপুরের ম্যাচে রানখরা চলছেই, রাতের ম্যাচে দেখা যায় টি-টোয়েন্টির জৌলুস। দিনের ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ রান উঠেছে ১৪৩, সর্বনিম্ন আজ তারাই করেছে ১২০ রান। উইকেট নিয়ে মাশরাফির বিশ্লেষণ, ‘খুব বেশি খারাপ ছিল তা না। আমার কাছে মনে হয় না। আমাদের দুজন বিদেশি যারা পরে ব্যাটিং করেছে তারা কিন্তু মানিয়ে নিতে পেরেছে। আমরা যে ২০-২৫ রানের গ্যাপটা ওইটা শুরুর দিকে পূরণ করতে পারিনি। উইকেট তো ম্যাটার করেই, উইকেট ভূমিকা রাখেই, ওইটা মানিয়ে নিয়েই খেলতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা