× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

‘পেসারদের জন্য স্পিনিং উইকেট ছিল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ২০:০৬ পিএম

সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে এমন মন্তব্য করেছেন পেসার হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে এমন মন্তব্য করেছেন পেসার হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত

বিপিএলে মাঠের খেলা নিয়ে কোনো আলোচনার জন্ম দিতে না পারলেও বরাবরের মতো উইকেট নিয়ে কথা চলছে। মিরপুরের উইকেটের আচরণ দিনে-রাতে দুই রকম থাকছে। তাই প্রায় প্রতি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা দলীয় প্রতিনিধিদের মুখোমুখি হতে হচ্ছে উইকেট নিয়ে কঠিন প্রশ্নের। রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদের কাছে উইকেট নিয়ে জানতে চাইলে তো রাখ-ঢাক না রেখে বলেই দিলেন, এই উইকেটে পেসারদের জন্যও স্পিনিং উইকেট ছিল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের সপ্তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১২০ রান জমা করেছিল সিলেট স্ট্রাইকার্স। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই ৬ উইকেট হারালেও বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাইয়ের অনবদ্য ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় রংপুর।


ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুরের প্রতিনিধি হয়ে আসেন হাসান মাহমুদ। এ সময় উইকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই পেসার বলেন, ‘পেসারদের জন্য স্পিনিং উইকেট ছিল (হাসি)। যত গতি কমানো যায় তত ভালো ছিল। পেসে কম্ফোর্টেবল ছিল ব্যাটাররা।’


ম্যাচের দুই ইনিংসেই বল হাতে ভেলকি দেখিয়েছেন স্পিনাররা। হাসানের মন্তব্যেও স্পষ্ট স্পিনাররা সুবিধা পাচ্ছেন বেশ। অথচ চোখের সমস্যার কারণে দলে নেই সাকিব আল হাসান। তিনি থাকলে ভালো হতো কি না, জানতে চাইলে হাসান বলেন, ‘অবশ্যই ভালো হতো (সাকিব থাকলে)। উনি থাকলে একটা বাড়তি চাপ তো থাকেই (প্রতিপক্ষের প্রতি)। সেটা আসলে বাবর আজম কাভার করে দিয়েছেন। সেক্ষেত্রে ১২০-এর নিচে অলআউট করা সম্ভব হতো। ভালো জায়গায় বল করলে… ব্যাটাররা ভুল করলে তাড়াতাড়ি অলআউট হবে অবশ্যই।’


উইকেট ভালো হলে ব্যাটারদের জন্য ভালো হতো বলেও মন্তব্য করেন হাসান, ‘ভালো উইকেট হলে অবশ্যই আমাদের ব্যাটারদের জন্য ভালো। আমরা বড় স্কোর করতে পারব। বোলিং যদি আমাদের এক্সিকিউশন ভালো হয়, কম রানে ডিফেন্ড করতে পারব।’


প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারের পর জয় তুলে নিয়েছে রংপুর। হাসানের চাওয়া এই ধারাবাহিকতা ধরে রাখা, ‘আসলে মোমেন্টামটা দরকার ছিল। আজকে জেতার পর আমরা ওই মোমেন্টামটা পেয়েছি। এটা কন্টিনিউ করব ইনশাল্লাহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা