× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

অস্ট্রেলিয়ানদের না আসার কারণ জানালেন রস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২০:০৪ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ২০:৩২ পিএম

দুর্দান্ত ঢাকার হয়ে প্রথমবার বিপিএল খেলছেন অ্যালেক্স রস; ছবি: সংগৃহীত

দুর্দান্ত ঢাকার হয়ে প্রথমবার বিপিএল খেলছেন অ্যালেক্স রস; ছবি: সংগৃহীত

মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার হয়ে প্রথমবারের মতো বিপিএল মাতাতে এসেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যালেক্স রস। গতকাল বাংলাদেশে পা দিয়ে আজই অনুশীলনে নেমে পড়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এরপর রস জানিয়েছেন, বিপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের খেলতে না আসার আসল কারণ। 

আজ রবিবার (২১ জানুয়ারি) মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অ্যালেক্স রস। এসময় বিপিএলে অজি ক্রিকেটারদের না আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকটি কারণ আছে। ছেলেরা রাজ্য দলে খেলে যেমন নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া। চারদিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ থাকে এজন্য তারা এখানে আসার অনুমতি পায় না। বিগ ব্যাশের বাইরে এসব লিগে খেলার ছাড়পত্র পায় না।’

প্রথমবার বিপিএল খেলতে এসে খুব রোমাঞ্চিত রস, ‘খুবই রোমাঞ্চিত। খুব দ্রুতই হয়ে গেল (চুক্তি)। কিন্তু আমি সত্যিই রোমাঞ্চিত অংশ হতে পেরে। টিভিতে আমি কিছু খেলা দেখেছি, রাতে ফ্লাইটে আসার সময়ও দেখেছি। সবাই খুব ভালো খেলছে। দলে যোগ দিতে রোমাঞ্চিত। ছেলেরা দারুণ খেলেছে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে নেটে অনেকক্ষণ অনুশীলন করেছি। আমি এলপিএলে খেলেছি।’

অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আরও বলেন, ‘এখানের উইকেটের সাথে মিল রয়েছে অনেকটাই। তবে ক্রিজে গেলে আরও ভালো বুঝতে পারব। আশা করছি বল হাতেও কিছু করে দেখাতে পারব। আমার প্রথম টি-টোয়েন্টি উইকেট পেলে খারাপ হবে না। দলের যখন প্রয়োজন হবে তখন ব্যাট হাতেও অবদান রাখতে পারব। বল স্পিন হওয়ায় সুইপ শট খুবই গুরুত্বপূর্ণ।’

রসের স্বদেশি আরেক সতীর্থ বেন কাটিংও এসেছেন বিপিএল খেলতে। কোনো পরামর্শ দিয়েছেন কী না সে এমন প্রশ্নে রস বলেন, ‘না বেন কাটিং আমাকে এখনও কোনো টিপস দেয়নি। ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা হয়নি বেনের সঙ্গে। সে খুব সম্ভবত ক্রিকেট নিয়ে ভুল পরামর্শ দিতে পারে আমাকে (হাসি)।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা