× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের পরিকল্পনায় সফল নাহিদুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১১:১৪ এএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১১:৩৬ এএম

নিজের পরিকল্পনায় সফল নাহিদুল  ছবি : আ. ই. আলীম

নিজের পরিকল্পনায় সফল নাহিদুল ছবি : আ. ই. আলীম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুরুর দিকেই এসেছিলেন নাহিদুল ইসলাম। ডানহাতি অফ স্পিনে প্রতিপক্ষের টপ অর্ডারকে ধসিয়ে দেন ৷ আভিস্কা ফার্নান্দোকে ফিরিয়ে শুরু করা ডানহাতি স্পিনারে বাধা পড়েন ইমরানুজ্জামান ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় স্পেলে নাজিবউল্লাহ জাদরানকেও বানান নিজের শিকার। বোলিং পরিসংখ্যান ১২ রানে ৪ উইকেট— দারুণ এই সাফল্যের নেপথ্যের কারণও জানিয়েছেন খুলনার স্পিনার।

গতকাল শনিবার দিনের দ্বিতীয় খেলা শেষে ম্যাচের সেরা নাহিদুল বলেছেন, ‘সবসময় আমার পরিকল্পনা থাকে নতুন বলে স্টাম্প টু স্টাম্প বল করা। ব্যাটাররা যাতে সহজে খেলতে না পারে।’ 

উইকেট কঠিন ছিল জানিয়ে খুলনার স্পিনার বলেন, ‘কঠিন ঠিক না, কারণ ব্যাটে ভালো বল আসতেছিল। প্রথম ম্যাচ কোনোভাবে হয়ত মিস হয়েছে।’


ডানহাতি অফ স্পিনারের ঘূর্ণিতে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। গতকাল বল হাতে নাহিদুল ছিলেন রহস্যময়। নতুন বলেও ছিলেন দাপুটে। মারকাটারি সংস্করণে নতুন বলে সাফল্য পাওয়াটাও কঠিন বলে জানিয়েছেন নাহিদুল।

চ্যালেঞ্জার্সদের ধ্বসিয়ে দারুণ জয় আনা নাহিদুল বলেন, ‘নতুন বলে বোলিং করাটা আসলে কঠিন। কঠিনটাকে সহজ বানানোর চেষ্টা করছি গত ৫-৭ বছর ধরে। ঘরোয়াতেও আমি নতুন বলেই বোলিং করি এবং অনুশীলনটাও চেষ্টা করি করার। সব ম্যাচেই তো এক্সিকিউশন ভালো হবে না। হয়ত বা আজকে দিনটা ভালো ছিল। আজকে হয়ত বা কাজে লেগেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা