অস্ট্রেলিয়ান ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৭:১৮ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৭:১৯ পিএম
ইনজুরি থেকে ফিরে নিজের দ্বিতীয় টুর্নামেন্টে কোর্টে নেমেছিলেন এমা রাদুকানু। ছবি : এক্স
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে বৃহস্পতিবার চীনের ওয়াং ইয়াফানের কাছে হেরে গেছেন এমা রাদুকানু। তৃতীয় রাউন্ডে ওঠার আগেই প্রত্যাবর্তন শেষ হয়ে গেল সাবেক গ্রান্ডস্ল্যামবিজয়ী রাদুকানুর।
কবজি ও গোড়ালির অস্ত্রোপচারের কারণে কোর্ট থেকে প্রায় ৯ মাস দূরে ছিলেন ২১ বছর বয়সী রাদুকানু। কোর্টে ফেরার পর নিজের চতুর্থ ম্যাচে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে পরাজিত হয়েছেন ব্রিটেনের টেনিসকন্যা।
কোর্টে তৃতীয় সেটের প্রথম দিকে অসুস্থ হয়ে পড়েন রাদুকানু। এসময় একজন ডাক্তার তার রক্তচাপ পরীক্ষাও করেছেন। তা সত্ত্বেও তিনি কোর্টে বীরত্ব দেখিয়েছেন। কিন্তু এদিন তার চেয়েও বেশি দুর্দান্ত ছিলেন চীনের ওয়াং ইয়াফান।
এদিকে দিনের অন্য ম্যাচে কিয়া অ্যারেনায় আরেক চীনা জেং কিনওয়েনের কাছে হেরে গেছেন ব্রিটিশ নম্বর ওয়ান কেটি বোল্টার। চীনা জুটি তৃতীয় রাউন্ডে একটি অল-ব্রিটিশ ম্যাচ খেলেছেন। তবে এই জুটি আগামী শনিবার তৃতীয় পরের রাউন্ডে একে অপরকে মোকাবিলা করবে।
রাদুকানু এবং বোল্টারের পরাজয়ের মধ্য দিয়ে নারীদের টেনিস এককে আর কোন ব্রিটিশ খেলোয়াড় বাকি থাকল না। দেশটির একমাত্র খেলোয়াড় হিসেবে ডাবলসে এখনও টিকে আছেন ক্যামেরন নরি।