প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ২০:৪৬ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ২০:৪৭ পিএম
ফুটবল, ক্রিকেট, বক্সিং ও ফর্মুলা ওয়ানের পর এবার টেনিসে
অর্থলগ্নি করছে সৌদি আরব। তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশটি নিজেদের টেনিস ফেডারেশনের
দূত হিসেবে নিয়োগ দিয়েছে ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী রাফায়েল নাদালকে।
সৌদি ফেডারেশন জানিয়েছে, দায়িত্বের অংশ হিসেবে সৌদির
টেনিস উৎসাহী শিশুদের সঙ্গে সময় কাটাবেন নাদাল। এতে আগ্রহ বাড়বে খুদে খেলোয়াড়দের। ভবিষ্যতে
গড়ে উঠতে পারে একাডেমি।
এমন দায়িত্ব পেয়ে যারপরনাই আনন্দিত নাদাল, ‘দেশটির (সৌদি) যেদিকেই তাকান দেখবেন উন্নতির ছোঁয়া। এর অংশী হতে পেরে আমি খুশি। নিজে খেলার পাশাপাশি বিশ্বব্যাপী টেনিসের উন্নয়নে কাজ করতে আগ্রহী। সৌদি আরবে এই খেলাটির দারুণ সম্ভাবনা রয়েছে।’