× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্প্যানিশ সুপার কাপ

ভিনিসিয়াসের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ০৯:০৮ এএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১০:৫৮ এএম

রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসব

রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসব

গত বছর শিরোপা হাতছাড়া করে আক্ষেপে পুড়েছে রিয়াল মাদ্রিদ। এবার তাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া হয়েই মাঠে নেমেছিলেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। সঙ্গে ফাইনালের আগে ফুটবলারদের জন্য বোনাস ঘোষণাটা টনিকের মতো কাজ করেছে। যারা রিয়ালকে পেলে বাজে ফর্ম ঝেড়ে ফেলে দারুণ উজ্জীবিত হয়ে ওঠে, সেই বার্সেলোনা এল ক্লাসিকোয় খেই হারিয়ে ফেলে নিমেষে। তা তো হবারই কথা। কেননা মহারণে রিয়াল যে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল কাতালানদের ওপর!

১০ মিনিটের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের ২ গোল হজম করা বার্সা আর লড়াইয়ে ফিরতে পারেনি। ব্যাপার এখানেই শেষ নয়, শ্বাসরুদ্ধকর শিরোপা নির্ধারণী ম্যাচে কোচ জাভি হার্নান্দেজের দল কার্যত হার মেনেছে প্রথমার্ধে হ্যাটট্রিকম্যান বনে যাওয়া ব্রাজিলিয়ান ভিনিসিয়াসের কাছে।

চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালটা ৪-১ গোলের জয়ে রাঙিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলে উৎসবে মেতেছে রিয়াল। রবিবার রাতে সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালে রিয়ালের বাকি গোলটি এসেছে রদ্রিগোর কল্যাণে। শেষ ২০ মিনিটে ১০ জনের দল হয়ে যাওয়া বার্সেলোনার জার্সিতে একটি গোল শোধ করেন রবার্ট লেওয়ানডোস্কি।

গত মৌসুমে রিয়াদে হার মেনেছিল রিয়াল। ৩-১ গোলে জিতে স্প্যানিশ সুপার কাপে ১৪তম শিরোপা ছিনিয়ে নেওয়ার রেকর্ড গড়েছিল বার্সেলোনা। এবার চিরশত্রুদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি। কমিয়েছে শিরোপা জয়ের ব্যবধানও। টুর্নামেন্টে এ নিয়ে ১৩তম শিরোপা জিতল রিয়াল।

সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এ নিয়ে টানা ২১ ম্যাচে অজেয় রইল আনচেলত্তির শিষ্যরা। জয়ের দেখা পেল টানা সাত ম্যাচে। সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছিল তারা। এ অ্যাটলেটিকোর কাছে চলতি মৌসুমে কেবল হারের স্বাদ পেয়েছে রিয়াল। সেও গত সেপ্টেম্বরে লা লিগার ম্যাচের কাহিনী।

১০ মিনিটের মধ্যে ২ গোল। ব্যবধানটা তিন মিনিটের। ম্যাচের নিয়ন্ত্রণ রিয়ালের হাতে এনে দেন ভিনিসিয়াস। সপ্তম ও দশম মিনিটে দুবারই বার্সা গোল হজম করে ‘হাই প্রেসিং লাইন’ ডিফেন্সের চড়া মূল্য দিয়ে।

সপ্তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের বাড়ানো বল নিয়ে অফসাইডের ফাঁদ গলে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস। এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বল জড়ান ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।

দশম মিনিটে রদ্রিগো ডান দিক দিয়ে বক্সে ঢুকে বল ঠেলে দেন স্বদেশি ভিনিসিয়াসের কাছে। ছুটে গিয়ে দারুণ স্লাইডে ফাঁকা জালে বল পাঠান ২৩ বছরের এ তারকা প্লেমেকার। ম্যাচের বয়স ৩৩ মিনিটে গড়ালে চমৎকার গোলে ব্যবধান কমান লেওয়ানডোস্কি। বক্স থেকে নেওয়া পোলিশ সুপারস্টারের জোরালো ভলি আশ্রয় নেয় জালে।

পাঁচ মিনিট বাদে বক্সের মধ্যে ভিনিসিয়াসকে ফাউল করেন আরাউহো। পেনাল্টি পেয়ে যায় রিয়াল। সুযোগটা কাজে লাগিয়ে ফের রিয়ালকে ২ গোলের লিড ফিরিয়ে দেন ভিনিসিয়াস। নির্ভুল নিশানার স্পট কিকে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা।

শেষে রিয়ালকে ৪-১ গোলে এগিয়ে দেন রদ্রিগো। ভিনিসিয়াসের পাস বিপন্মুক্ত করতে ব্যর্থ হন ডিফেন্ডার জুল কুন্দে। বলের নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত জয়ের ব্যবধানটা আরও বাড়িয়ে দেন রদ্রিগো।

লড়াইয়ে ফেরার যা একটু সুযোগ ছিল বার্সার, তাও শেষ হয়ে যায় আরেক অঘটনে। ৭১তম মিনিটে ভিনিসিয়াসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন আরাউহো। বাকি সময়টা বার্সা ১০ জন নিয়ে খেলে আর কোনো গোলই পায়নি। তাতে লড়াইয়েও আর ফেরা হয়নি তাদের। ম্যাচের সঙ্গে শিরোপাও খুইয়ে ফেলে বার্সা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা