× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মার্শের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৪:৪৯ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৫:৫৫ পিএম

ক্রিকেটের ২২ গজে আর দেখা যাবে না শন মার্শকে; ফাইল ছবি

ক্রিকেটের ২২ গজে আর দেখা যাবে না শন মার্শকে; ফাইল ছবি

সব ধরণের পেশাধার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান শন মার্শ। ‍বিগব্যাশে বুধবার (১৭ জানুয়ারি) সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন রেনেগার্ডসের ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ইনজুরির কারণে জাতীয় দলে থিতু হতে পারেননি মার্শ। একই কারণে এবারের বিগ ব্যাশটাও দেরিতে শুরু করেছিলেন তিনি।  রেনেগার্ডসের হয়ে এই আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছেন তিনি। তাতে ১৩৮.১৬ স্ট্রাইকরেটে তিন ফিফটিতে মার্শ করেছেন ১৮১ রান। 

অবসরের ঘোষণা দিয়ে শন মার্শ বলেন, ‘রেনেগার্ডসের হয়ে খেলতে ভালোবাসি। এখানে আমার কয়েকজন মহৎ লোকের সঙ্গে পরিচয় হয়েছে, গত পাঁচ বছরের বন্ধুত্বটা সারাজীবন মনে থাকবে। এ দলটা আমার জন্য স্পেশাল; ভালো সতীর্থ, তার চেয়েও ভালো বন্ধু।’

শুধু সতীর্থদের ধন্যবাদ জানিয়েই ক্ষান্ত হননি, ক্লাবের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্শ, ‘আমাদের সমর্থকরা খুবই অনুরাগী, এই জার্নিতে আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গেই থাকুন, এই দলটায় অনেক মেধাবী লোক আছে। আমার বিশ্বাস তারা সেরা পজিশনেই থাকবে।’

মার্শ ধন্যবাদ জানিয়েছেন কোচিং স্টাফদেরও। তিনি বলেন, ‘রেনেগার্ডসের কোচ আর স্টাফদের ধন্যবাদ, তারা আমাকে এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের সহায়তায় আমার কাজ সহজ হয়ে গিয়েছিল।’
গত বছরের মার্চে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মার্শ। বাঁহাতি এই ব্যাটসম্যান সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৯ সালের জুনে, ওয়ানডে বিশ্বকাপে ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে।
শন মার্শ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৩৮টি টেস্ট, ৭৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্টের ৬৮ ইনিংসে ৬ শতক ৩৪.৩১ গড়ে মার্শের রান ২২৬৫। ওয়ানডেতে ৭২ ইনিংসে ৭ শতকে ৪০.৭৭ গড়ে রান ২৭৭৩। টি-টোয়েন্টিতে ১৫ ইনিংসে ১৮.২১ গড়ে রান ২৫৫।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সফল মার্শ। বিগ ব্যাশে এই বাঁহাতির রান ৭৯ ইনিংসে ২৮১০, যা টুর্নামেন্টের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ। আইপিএলের প্রথম মৌসুমে ৬১৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন মার্শ। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন ৯ মৌসুম। ৬৯ ইনিংসে প্রায় ৪০ গড়ে করেছেন ২৪৭৭ রান। স্ট্রাইক রেট ছিল ১৩২.৭৪।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা