× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ ক্রিকেটারদের বেড়ে ওঠার পথে বাধা টি-টোয়েন্টি: ক্লাইভ লয়েড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ২৩:১৮ পিএম

ক্লাইভ লয়েড

ক্লাইভ লয়েড

বিশ্ব ক্রিকেটে এখন রাজত্ব করছে টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণের সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে টি-টেন। ক্রিকেট দুনিয়া শাসনের আভাস দিচ্ছে ক্ষুদ্রতম সংস্করণটি। তাতে টেস্টের অবস্থা করুণ। যে কারণে ক্রিকেটের এলিট সংস্করণের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অনেকে। সেই দলে আছেন ক্লাইভ লয়েডও। ক্যারিবিয়ান কিংবদন্তি একরকম ভয়ই পাচ্ছেন।

লাল-বলের ক্রিকেটের দর্শকপ্রিয়তা হারানোর জন্য দায়ী আর কিছু নয় টি-টোয়েন্টি- লিজেন্ড লয়েড তেমনটাই বলছেন। তার মতে, টি-টোয়েন্টি তরুণ ক্রিকেটারদের ঠিকঠাক বেড়ে উঠতে দিচ্ছে না। ক্রিকেটারদের বিকশিত হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ছোট ফরম্যাটটি।

ভারতের পশ্চিমবঙ্গের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবারের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক বলেন, ‘আমি আগেও বলেছি এবং আবারও বলছি, টি-টোয়েন্টি হলো প্রদর্শনী আর টেস্ট ক্রিকেট হলো পরীক্ষা। আমাদের তরুণদের অভ্যাস হলো বল মেরে মাঠের বাইরে পাঠানো, যেন কোথাও চুক্তিবদ্ধ হতে পারে। এটা আমার অপছন্দ।’

বর্তমান সময়ে তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার সংস্কৃতি মোটেই পছন্দ নয় লয়েডের, ‘আমি সেই সময়ে ফিরে যেতে চাই, কোথাও সফরে গিয়ে যখন তরুণদের বেড়ে ওঠার পথটাও করে দেওয়া হতো। এখন সেটি সম্ভব নয়। ইংল্যান্ড সফরে গেলে দুই ধরনের খেলা হয়- টেস্ট ও ওয়ানডে এবং তারপর সফর শেষ... তারা (তরুণ) দেশটা সম্বন্ধে কিছু শেখে না। আর এ কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতে ক্রিকেট কীভাবে খেলতে হয়, সে বিষয়ে তারা কিছুই শেখার সুযোগ পায় না।’

অ্যাডামাস বিশ্ববিদ্যালয় থেকে আজীবন সম্মাননা পুরস্কার পাওয়া লয়েডের বিশ্বাস, সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আধিপত্য বিস্তার করলেও টেস্ট ক্রিকেটকে হেয় করে দেখার কোনো সুযোগ নেই, ‘এটা (টি-টোয়েন্টি লিগ) রোমাঞ্চকর ব্যাপার। আমি চাই না এটার জন্য টেস্ট ক্রিকেট জায়গা হারাক। এটা সত্য যে, এসব কারণে (ফ্র্যাঞ্চাইজি লিগ) ক্রিকেটারদের জীবন আরেকটু সচ্ছল হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেট এখনও গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা আরও বেশি এই সংস্করণ দেখতে পাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা