× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রনির দৃষ্টি চূড়ায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ২০:২৪ পিএম

রনির দৃষ্টি চূড়ায়

জাতীয় দলে নিয়মিত নন। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাকে হিসাবে রাখতেই হয়। ঘরোয়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সমীহ জাাগনো নাম রনি তালুকদার। গত বিপিএল  আসরে ১৩ ইনিংসে করেন ৪২৫ রান। যা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এরপর পেছনে তাকাতে হয়নি। ফের লাল সবুজ জার্সি ওঠে তার গায়ে। নিউজিল্যান্ড সফরেও ছিলেন দলের সঙ্গী । সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আছে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। তাই আসন্ন বিপিএলকে পাখির চোখ করেছেন রনি। দেখছেন বড় স্বপ্ন। বিপিএলের আসন্ন দশম আসরেও রংপুর রাইডার্সে খেলবেন রনি। নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ইতোমধ্যে অনুশীল শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিটির খেলোয়াড়রা। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন রনি। অনুশীলন শেষে ব্যক্তিগত পরিকল্পনা, দলের কম্বিনেশন এবং অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন। 

গেল আসরের ‘দ্বিতীয়’ হওয়া রনি এবার ‘প্রথম’ হতে চান। এটাই তার ব্যক্তিগত এবং একমাত্র লক্ষ্য। বলেছেন, ‘প্রতিবারই আমার একটা পরিকল্পনা থাকে। এবারও একই রকম পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি ম্যাচ জেতানো ইনিংস খেলতে চাই। এটাই মূল লক্ষ্য। আমার পরিকল্পনা সর্বোচ্চ রান করা। তার চেয়েও বেশি আমি ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে চাই।’ 

জাতীয় দলের নিয়মিত মুখ রনি। নিউজিল্যান্ড সফরে আশানুরূপ ফল না করতে পারলেও তার ভয়ডরহীন পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়েছে। বিপিএলে মনোনিবেশ করে সুন্দর ভবিষ্যত গড়তে চান। ম্যাচ বাই ম্যাচ পারফরম্যান্স এবং সে সঙ্গে আসন্ন বিপিএলে নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত রনি, ‘এখনও বিশ্বকাপের অনেকদিন বাকি। তার আগে অনেক (শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে) সিরিজ আছে। সেগুলো বাদ দিয়েও আমি এখন সম্পূর্ণ ফোকাসটাই বিপিএল নিয়ে করছি।’ 

বিপিএলে ২০১৭ সালের চ্যাম্পিয়ন হয় রংপুর। এবার শিরোপার লক্ষ্যে নুরুল হাসান সোহান, সাকিব, বাবর আজম এবং নিকোলাস পুরানের মতো তারকাকে দলে ভিড়িয়েছে দলটি। বিশেষ করে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবকে সতীর্থ হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসিত রনি, ‘সাকিব নম্বর ওয়ান খেলোয়াড়, এটা সবারই জানা। সাকিব থাকায় দলের ভারসম্য তৈরি হয়েছে। একটা ব্যালেন্স টিম তৈরি করেছে রংপুর। সাকিব ভাই ব্যস্ত তাই এখনো দল নিয়ে পরিকল্পনা হয়নি। সে সামনে আসবে, তখন আবার কথা হবে বিপিএল নিয়ে।’ 

সবার আগে অনুশীলনে নেমেছে রংপুর। আজ তৃতীয় দিনের অনুশীলন করবে তারা। দলের স্পিরিট বাড়ানো কিংবা সফলতা-দূর্বলতা সুক্ষ্ণ দৃষ্টি রেখে চ্যম্পিয়ন হতে মরিয়া তারা। সেটা রনির কথায় স্পষ্ট, ‘চ্যাম্পিয়ন হতে হলে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। নবী ভাই (মোহাম্মদ নবী) আছে, হজরতউল্লাহ জাজাই আছে। এরা অবশ্যই ভালো প্লেয়ার। বললাম না রংপুর রাইডার্স একটা ভারসম্যপূর্ণ দল গড়েছে। এখন আমাদের এখন মাঠের পারফরম্যান্স করতে হবে। আমরা চাইবো মাঠে ভালো কিছু করতে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা