× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিকার মুকুট উঠবে কার মাথায়, সালাহ না মানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৭:৩১ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৭:৩৪ পিএম

আফ্রিকা নেশনস কাপে কার সম্ভাবনা কতটুকু। ছবি: সংগৃহীত

আফ্রিকা নেশনস কাপে কার সম্ভাবনা কতটুকু। ছবি: সংগৃহীত

আগামী শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আফ্রিকান নেশনস কাপ (আফকোন)। উদ্বোধনী দিনে স্বাগতিক আইভরিকোস্ট মোকাবিলা করবে গিনি বিসাউকে। এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে- এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল নিয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাদিও মানের সেনেগাল আসরে যোগ দিয়েছে। তাদের কিংবা বাকিদের মধ্যে কার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কতটুকু রয়েছে, সেসব বিষয় উঠে এসেছে বিবিসির বিশ্লেষনে। 

অপটার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জানিয়েছে যে এই টুর্নামেন্টে ফেভারিট দল হিসেবে থাকবে সেনেগাল। আর তেমনটা হলে ইতিহাসে চতুর্থ দল হিসেবে টানা আফ্রিকা কাপ জয়ের স্বাদ নেবে দলটি। এর আগে ২০০৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে টানা তিনটি আফ্রিকা কাপ জেতার কীর্তি গড়েছে মিশর। এরপর গত ছয়টি আসরে কোনো চ্যাম্পিয়ন দলই পরবর্তী আসরে শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি।

তবে চলমান এই ধারা ভাঙতে পারবে বলে মনে করা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগালকে। অকটার বিশ্লেষণে দেখা গেছে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পয়েন্ট নিয়ে সবার উপরে আছে সেনেগাল।

সেমিফাইনাল, ফাইনাল কিংবা বিজয়ী হওয়ার সম্ভাবনা কার কতটুকু, নীচে চিত্রের সাহায্যে সেটি তুলে ধরা হলো:

দলশেষ ষোলোকোয়ার্টার ফাইনালসেমিফাইনালফাইনালবিজয়ী
সেনেগাল৮৮.৮%৫৭.২%৩৬.৫%২১.৭%১২.৮%
আইভরি কোস্ট৮৪.৬%৫৩.৪%৩৩.৪%১৯.৯%১২.১%
মরক্কো৮৯.৭%৫৫.৬%৩৩.২%১৯.৩%১১.১%
আলজেরিয়া৯১.৫%৫৬.১%৩০.৯%১৭.৪%
৯.৭%
মিশর৮৮%৫৩.৯%২৯.৬%১৬%৮.৫%
নাইজেরিয়া৮৫.৩%৪৮.৫%২৭.৬%১৫.৩%৮.১%
ক্যামেরুন৮২.৩%৪৭.৬%২৭.৮%১৪.৯%৭.৪%
তিউনিশিয়া৮৪.৬%৪৮.২%২৫.৪%১৩.১%৬.৩%
ঘানা৮০.৯%৪৪.১%২২.১%১১.১%৫.৩%


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা