× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের বিপক্ষে সিরিজে ছিটকে গেছেন রশিদ খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৬:৪৩ পিএম

ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রশিদ। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রশিদ। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কাই খেল আফগানিস্তান। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে রশিদ খানকে পাচ্ছে না দলটি। যদিও পিঠের ইনজুরি থেকে সেরে উঠেছিলেন তিনি। যে কারণে দলের সঙ্গে ভারতে রয়েছেন অভিজ্ঞ এই লেগ স্পিনার। তবে সবশেষ খবর অনুযায়ী তাকে মাঠে দেখা যাবে না। এ ছাড়া বিগ ব্যাশ লিগ এবং এসএ টি-টোয়েন্টিতেও দেখা যাবে না তাকে। বুধবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আফগান অধিনায়ক ইবরাহিম জাদরান।

সংবাদ সম্মেলনে জাদরান বলেন, ‘যদিও আমাদের সঙ্গেই রয়েছেন, কিন্তু সে (রশিদ) পুরোপুরি সুস্থ নয়। আমরা আশা করছি খুব দ্রুতই সে সুস্থ হয়ে উঠবে। আমরা এই সিরিজে তাকে মিস করব।’

রশিদকে ছাড়া আফগানিস্তান দল বোলিং অ্যাটাকে অনেকটাই ছন্নছাড়া। দীর্ঘদিন ধরেই বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা বোলারও। সেটা মনে করে জাদরান বলেন, ‘তাকে ছাড়া আমাদের মাঠে সংগ্রাম করতে হবে। কেননা সে অনেক অভিজ্ঞ এবং আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এটাই ক্রিকেট। এসবের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’

এদিকে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রশিদ। অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও অংশ নেননি তিনি। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জেতে তার দল আফগানিস্তান। তার অবর্তমানে স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন মুজিব উর রহমান ও মোহাম্মদ নবি। এ ছাড়াও দলের সঙ্গে আছেন নূর আহমেদ, কায়েস আহমেদ শরাফউদ্দিন আশরাফ। 

তিন ম্যাচের শর্টার ফরম্যাটের সিরিজটি বৃহস্পতিবার মোহালিতে মাঠে গড়াবে। ইনদোর ও ব্যাঙ্গালুরুতে ১৪ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে পরবর্তী দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা