× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ওয়ার্নারকে চান বেইলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৬:০২ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৬:০৯ পিএম

ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। একই সময়ে দুবাইয়ে চলবে আইএল টি-টোয়েন্টি। ওই টুর্নামেন্ট খেলার কথা রয়েছে ডেভিড ওয়ার্নারের। তবে জাতীয় দলের হয়ে ওয়ার্নার খেলুক এমনটাই প্রত্যাশা অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।

এর আগে সিডনি টেস্ট খেলে টেস্ট ও এক দিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়ার্নার। তবে যুক্তরাষ্ট্র উইন্ডিজে অনুষ্ঠেয় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা রয়েছে অজি ওপেনারের। তার আগে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই টি-টোয়েন্টি লড়াইয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই সিরিজেই ওয়ার্নারকে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করে বেইলি বলেছেন, ‘গ্রীস্মের শেষ দিকে নিউজিল্যান্ডও উইন্ডিজের বিপক্ষে সিরিজে সে থাকবে আশা করি।’

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কেন্দ্রীয় চুক্তিতে ওয়ার্নারকে রাখা হয়েছে। সেটি মনে করিয়ে দিয়ে বেইলি বলেছেন, ‘জুনের শেষ নাগাদ অস্ট্রেলিয়ার হয়ে নির্বাচিত হলে খেলবে। তবে এই সময়ে কোনো ফ্রাঞ্চাইজি লিগে সে এনওসি (অনাপত্তিপত্র) পাবে না।’

বেইলি আরও বলেন, ‘আমি মনে করি চুক্তিবদ্ধ সব ক্রিকেটারের বেলাতে একই নিয়ম বহাল থাকবে। যদি তারা কোনো সিরিজের জন্য নির্বাচিত হয় তবে তারা বাইরের টুর্নামেন্টগুলোতে এনওসি পাবে না। তবে তাদের মধ্যে কাউকে যদি দলে না রাখা হয় তবে ঘরোয়া ক্রিকেট কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে পারবে। যদিও ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে সে। তবে এখনও সে টি-টোয়েন্টি দেশকে অনেক কিছু দিতে পারে। আমি সেটা দেখার জন্য সত্যিই উচ্ছ্বসিত এবং মুখিয়ে আছি। আশা করি সে আরেকটি বিশ্বকাপ জিতে নিজের অর্জনের খাতাকে আরও সমৃদ্ধ করবে।’

এদিকে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলা টিম ডেভিড এবং ম্যাথু ওয়েড সিএর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে তাদের দেখা যায়নি। এই দুজনের বেলায় ম্যাচ ফি এবং আয়ের কিছু সীমাবদ্ধতাও করে দিয়েছে সিএ। এর আগে ২০২২ সালে পিএসএল খেলার জন্য অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিস করেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে খেলেননি ওয়েড। সেই সময়ে দ্য হানড্রেডে খেলেছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল বেশ কিছু ম্যাচে ইনজুরির কারণে অনুপস্থিত ছিলেন।

এ নিয়ে বোর্ডে মতবিরোধ থাকলেও ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধান কোচ অ্যান্ড্র ম্যাকডোনাল্ড। এমনকি খেলোয়াড়দের বিষয়ে নির্বাচকদের আরও নমনীয় হতে আহ্বান জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘ব্যস্ত সূচিতে ক্রিকেটারদেরও সময় দিতে হবে। ক্রিকেট অনেক সংকুচিত হয়ে আসছে। এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে উঠেছে। তবে তারা খেলার মধ্যেই রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা