ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৭:৩৮ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৮:৪০ পিএম
অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের জন্য নির্বাচিত সদস্যরা। প্রবা ফটো
ফেনীতে অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের জন্য ৩০ জনকে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মধ্যে সেরা তিন খেলোয়াড় পাবেন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
ফেনী জেলা ক্রীড়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হারুন অর রশিদ কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিসিবির ফিজিওথেরাপিস্ট মো. আবু হানিফ, বাফুফের ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর আলম ও দাগনভূঞা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
ফেনী জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ কাজল বলেন, ‘ফেনীতে মাসব্যাপী প্রশিক্ষণের জন্য ৩০ জনকে নির্বাচিত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে সেরা তিনজন খেলোয়াড়কে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে।’