বিপিএল ২০২৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৫:৪৬ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৬:১১ পিএম
ক্রিকেটের বাইরে এবার নতুন পরিচয় পেয়েছেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়। তবে নির্বাচনে জয়ী হওয়ার আনন্দ উপভোগের সময় পাচ্ছেন না সাকিব। কারণ দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর।
আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসর। এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। সেজন্য নির্বাচনে জয়লাভের পরদিনই ঢাকায় হাজির হন সাকিব। গতকাল ঢাকায় ফিরে সোজা মিরপুরে হোম অব ক্রিকেটের ইনডোরে অনুশীলনে নেমে পড়েন টাইগার অধিনায়ক।