× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ২০২৪

এবার রংপুরের অনুশীলনে সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৫:৪৬ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৬:১১ পিএম

এবার রংপুরের অনুশীলনে সাকিব

ক্রিকেটের বাইরে এবার নতুন পরিচয় পেয়েছেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়। তবে নির্বাচনে জয়ী হওয়ার আনন্দ উপভোগের সময় পাচ্ছেন না সাকিব। কারণ দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর।

আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসর। এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। সেজন্য নির্বাচনে জয়লাভের পরদিনই ঢাকায় হাজির হন সাকিব। গতকাল ঢাকায় ফিরে সোজা মিরপুরে হোম অব ক্রিকেটের ইনডোরে অনুশীলনে নেমে পড়েন টাইগার অধিনায়ক। 

এবার বিপিএলে তার দল রংপুর রাইডার্সের অনুশীলনে নেমেছেন সাকিব। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে রংপুর রাইডার্স ফ্র‍্যাঞ্চাইজির নিজস্ব মাঠ তথা হোম অব রাইডার্সে দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করতে দেখা গেছে সাকিবকে। নির্বাচনী আমেজ ঝেড়ে ফেলে ক্রিকেটে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে প্রস্তুত হচ্ছেন সদ্যই চোট থেকে ফেরা বাঁহাতি এই অলরাউন্ডার।  

উল্লেখ্য, গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ঘটনামূলক ম্যাচেই আঙুলে আঘাত পান সাকিব, যা তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি। এরই মধ্যে অংশ নেন সংসদ নির্বাচনে। প্রথমবার নির্বাচন করেই বিপুল ভোটে জয়লাভ করেন সাকিব।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা